নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ চলে গেলেন জল সংরক্ষণের পথিকৃৎ অমিতাভ দে (৬৬)।তিনি ছিলেন বৃষ্টির জল সংরক্ষণের জীবন্ত উদাহরণ। তাঁর বাড়িতে যেটুকু জল লাগতো বর্ষা স্বাভাবিক হলে তাঁরা তা ধরেই প্রয়োজন মিটিয়ে ফেলতেন। এ’ছাড়াও প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত এই কর্মী খড়ি নদী বাঁচানোর আন্দোলনেও ছিলেন সামনের সারিতে। এইসব কাজের মাধ্যমেই তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে’র আজীবন সদস্য পদ গ্রহণ করেন এবং বুদবুদ বিজ্ঞান কেন্দ্রের সহ সভাপতি ছিলেন। অমিতাভবাবু সাইকেলে অভিযানও করতেন। সর্বশেষ ২০১৮ সালে বুদবুদ থেকে কোচবিহার সাইকেলে চড়ে যান ও সুস্থ দেহে সাইকেলেই ফিরে আসেন। জানা গেছে, গত ২০ জুন সকালে তাঁর জীবনাবসান হয়। তার শেষ যাত্রায় সাধারন মানুষের পাশাপাশি পরিবেশ ও বিজ্ঞান মঞ্চের কর্মীরাও অংশ গ্রহণ করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পতাকা দিয়ে তাঁর দেহ আচ্ছাদিত করে মাল্যদান করেন বিজ্ঞান মঞ্চের পক্ষে রাম প্রণয় গাঙ্গুলী,আশীষ চক্রবর্ত্তী,দেবদুলাল রায়,মলয় মজুমদার ও নন্দ কিশোর সাউ প্রমুখ। এছাড়াও ডিফেন্স কর্মচারী ইউনিয়ন,শ্রমিক, কৃষক,শিক্ষক ও অনেক দরদী মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
চলে গেলেন জল সংরক্ষণের পথিকৃৎ অমিতাভ দে
RELATED ARTICLES