সংবাদদাতা, জামুড়িয়া: নিজের বাগানে বাইশটি বৃক্ষরোপণ করে ২২ তম বিবাহ বার্ষিকী পালন করলেন এক দম্পতি। সাথে নিজের প্রতিবেশীদের মধ্যেও বৃক্ষের চারা বিলি করে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন করেন সবাইকে। জামুরিয়া বিধানসভার জোত জানকি গ্রামের সোমনাথ মন্ডলের সাথে দুর্গাপুরের ফুলঝোড়ের পাপিয়া মন্ডলের বিয়ে হয় ২২ বছর আগে এই দিনে অর্থাৎ ৭ জুলাই। এদিন
ছিল তাদের ২২ তম বিবাহ বার্ষিকী। এই বিবাহ বার্ষিকীর দিনে প্রকৃতির কথা চিন্তা করে এবং দিনকে দিন যে তাপপ্রবাহ মানুষকে অতিষ্ট করে তুলেছে সেই দিকে খেয়াল রেখে বেড়ানো খাওয়া দাওয়া বন্ধু বান্ধব নিয়ে মজা করার বদলে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিলি করে বিবাহ বার্ষিকী পালন করার সিদ্ধান্ত নেন এই দম্পতি।
বিবাহবার্ষিকী পালনের স্বামীর এই পরিকল্পনায় খুবই খুশি পাপিয়া মন্ডল। সোমনাথ মন্ডল এবং পাপিয়া মন্ডলের এই পরিকল্পনায় স্বাভাবিকভাবে খুশি পুরো গ্রামের মানুষেরা।প্রতিবেশী গঙ্গা মন্ডল,জিতেন পাল, তরুণ মন্ডল,চায়না মন্ডল, পল্লবী মন্ডল,গণেশ মণ্ডলরা জানান, এ এক অন্যতম পরিকল্পনা, এই পরিকল্পনা মানুষের মধ্যে বৃক্ষরোপনের প্রতি সচেতনতা বাড়াবে। সোমনাথ বাবু বলেন, আজকাল মানুষের মধ্যে এসি কেনার প্রবণতা বাড়ছে কিন্তু যে ভাবে প্রকৃতির উষ্ণতা বাড়ছে তাতে আর এসিও কাজে লাগবে না।তাই এখন দরকার সর্বত্র প্রচুর সংখ্যায় গাছ লাগানো ও অন্যকে গাছ লাগাতে সচেতন করা।
বাগানে বাইশটি বৃক্ষ রোপণ করে ২২ তম বিবাহ বার্ষিকী পালন করলেন দম্পতি
RELATED ARTICLES