সংবাদদাতা,অন্ডালঃ একগুচ্ছ দাবিতে বুধবার অন্ডাল বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখালো বামেরা। বিক্ষোভ শেষে আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। বিক্ষোভে শামিল ছিলেন সিপিআইএম নেতা প্রবীর মন্ডল,অঞ্জন বক্সী সহ অন্যরা। বুধবার অন্ডাল বিদ্যুৎ দপ্তর কার্যালয়ের বাইরে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত চলে বিক্ষোভ। পরে দপ্তরের আধিকারিকের হাতে সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় দাবী সনদ। দাবি গুলির মধ্যে রয়েছে বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার। স্মার্ট মিটার বাতিল ও প্রতিমাসে বিদ্যুৎ বিল সংগ্রহ করার দাবি। প্রবীর মন্ডল,অঞ্জন বকশিরা জানান,চুপি সাড়ে বিদ্যুতের শুল্ক বাড়ানো হয়েছে। আগে যেখানে ৭২ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের জন্য লাগতো পাঁচ টাকা। সেখানে এখন লাগছে ত্রিশ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটে পাঁচ টাকা। আগের ৯২৮ ইউনিট পর্যন্ত বিল এলে প্রতি ইউনিট প্রতি লাগতো ৯ টাকা ২২ পয়সা। এখন সেটা লাগছে ৩৭৯ ইউনিট পর্যন্ত ৯ টাকা ২২ পয়সা করে। পাশাপাশি তারা সরব বিদ্যুৎ পরিষেবা নিয়েও। তারা বলেন, নিয়মিত বিল দেওয়া সত্ত্বেও সামান্য ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিষেবা পেতে গ্রাহকদের কাছ থেকে উৎকোচ নেওয়া হয় বলেও অভিযোগ করেন বামনেতারা।
বর্ধিত মাশুল প্রত্যাহার সহ একগুচ্ছ দাবিতে বামেদের বিক্ষোভ বিদ্যুৎ দপ্তরে
RELATED ARTICLES