সংবাদদাতা,অন্ডালঃ দুঃসাহসিক ভিডিও তুলে তা সোসাল মিডিয়ায় পোস্ট করার নেশা পেয়ে বসেছে এই প্রজন্মের এক শ্রেণীর ছেলেমেয়েদের মধ্যে। আর এই ছবি তুলতে গিয়ে বিপদজনক জায়গা বেছে নিতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাতে মৃত্যুর ঘটনাও ঘটে গেছে। তবু,এই বিপদজনক নেশা থেকে যে যুবকযুবতীরা কোনো শিক্ষা নিচ্ছে না,তারই এক উদাহরন দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে। শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ অন্ডালের ১২ নম্বর রেল কলোনির বাসিন্দা জ্যোতি প্রসাদ (২৫) ও তার দুই আত্মীয় রাঁচির বাসিন্দা বিউটি পাশওয়ান (২০) ও প্রিয়াঙ্কা পাসওয়ান ভিডিও রিলস করতে যায় মদনপুর পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউস নদী ঘাটে। প্রত্যক্ষদর্শী মিন্টু গোস্বামী জানান, ভিডিও করার সময় অন্যমনস্কতার কারণে ঘাটের পাড় থেকে নদীর জলে পড়ে যান প্রিয়াঙ্কা। তাকে তুলতে জলে ঝাঁপ দেয় জ্যোতি প্রসাদ ও বিউটি পাশওয়ান। প্রিয়াঙ্কা জল থেকে ঘাটে উঠে আসতে সক্ষম হলেও নদীর জলে তলিয়ে যায় জ্যোতি প্রসাদ ও বিউটি পাসওয়ান। দুই যুবতীর তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নদী ঘাটে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিখোঁজ দুই যুবতীর খোঁজে নদীতে নেমে শুরু করে তল্লাশি। কিছুক্ষণ তল্লাশির পর বিউটি পাসওয়ানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিখোঁজ জ্যোতি প্রসাদের খোঁজে তল্লাশি চললেও বিকেল পর্যন্ত জ্যোতির কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে।
ভিডিও রিলস করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল যুবতী
RELATED ARTICLES