সার্থক কুমার দে,দুর্গাপুরঃ তথ্যে গরমিল ছিল। অসহায় রোগীর আবেদনে তাই দ্রুত সংশোধন করে দেওয়া হল স্বাস্থ্য সাথী কার্ড। রোগীর আধার কার্ড ও স্বাস্থ্য সাথীর কার্ডে তথ্যে অসামঞ্জস্য ছিল। তা দ্রুত সংশোধন করে দেওয়া হয় দুর্গাপুর-ফরিদপুর ব্লক প্রশাসনের উদ্যোগে। ৬০ বছরের রেবা মিশ্র। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর গ্রামের বাসিন্দা। বৃদ্ধ দম্পতি ছাড়া তাদের পরিবারে আর কোনো সদস্য নেই। বেশ কিছুদিন ধরে রেবা দেবী অসুস্থ। চিকিৎসা করিয়ে জানতে পারেন তিনি গল ব্লাডার স্টোন রোগে আক্রান্ত। দ্রুত অপারেশনের প্রয়োজন। বর্তমানে রানীগঞ্জের আই হাসপাতালে রেবা দেবী চিকিৎসাধীন। পরিবারে আয়ের উৎস না থাকায় নগদ টাকা দিয়ে অপারেশন করাতে অপারগ তিনি। ভরসা রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্য সাথী কার্ড। কিন্তু আধার কার্ড ও স্বাস্থ্য সাথী কার্ডে তথ্যে অসামঞ্জস্য থাকায় সমস্যায় পড়েন রেবা দেবী। সমস্যা সমাধানের জন্য রেবা দেবী দ্বারস্থ হন ইচ্ছাপুর গ্রাম পঞ্চায়েত ও দুর্গাপুর-ফরিদপুর ব্লক প্রশাসনের কাছে। অসহায় দম্পতির আর্জি পাওয়া মাত্র তৎপর হয় ব্লক প্রশাসন। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে ২৪ ঘন্টার মধ্যে রেবা দেবীর স্বাস্থ্যসাথী কার্ডে ভুল থাকা তথ্যগুলি সংশোধন করে নতুন কার্ড তৈরি করা হয়। বুধবার সংশোধিত নতুন স্বাস্থ্য সাথী কার্ড রেবা দেবীর হাতে তুলে দেয় ব্লক প্রশাসন। রেবা দেবী ইছাপুর পঞ্চায়েতের সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় ও ব্লক প্রশাসনের আধিকারিকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশাসনের তৎপরতাতেই এটা সম্ভব হল। এজন্য আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকব। অপারেশনের খরচ নিয়ে আর চিন্তা রইল না, দ্রুত অপারেশন করাবো বলে জানান রেবা দেবী।
অসহায় রোগীর আবেদনে দ্রুত সংশোধন হল স্বাস্থ্য সাথী কার্ড
তথ্যে গরমিল ছিল। অসহায় রোগীর আবেদনে তাই দ্রুত সংশোধন করে দেওয়া হল স্বাস্থ্য সাথী কার্ড।
RELATED ARTICLES