Wednesday, May 1, 2024
Google search engine
Homeদেশবলিউড চিরকালই চাঁদ ছুঁতে চায়

বলিউড চিরকালই চাঁদ ছুঁতে চায়

চাঁদ ছুঁয়েছে বিক্রম। তার সাথে সাথে সাফল্যের চূড়ায় এখন ইসরো। প্রায় পাল্লা দিচ্ছে আমেরিকার ‘নাসা’র সাথে

জ্যোতিপ্রকাশ গুপ্ত,মুম্বইঃ চাঁদ ছুঁয়েছে বিক্রম। তার সাথে সাথে সাফল্যের চূড়ায় এখন ইসরো। প্রায় পাল্লা দিচ্ছে আমেরিকার ‘নাসা’র সাথে। তার সাথে তাল মিলিয়ে বলিউডে এবার সপাটে লেগেছে মহাকাশের রহস্য সন্ধান, চাঁদ আর মহাবিশ্ব নিয়ে ছবি তৈরীর হিড়িক। ২৩ অগস্ট বিক্রম চাঁদে নামার দিনই পরিচালক প্রকাশ ঝা ঘোষণা করলেন তার আগামী প্রজেক্ট “নঈ উঁচাই”র কথা। ছবিটির প্রযোজনা করবে সম্ভবতঃ ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন। ছবিটি অবশ্যই সায়েন্স ফিকশন নির্ভর তবে টানটান মেলোড্রামায় ভরপুর। যেটুকু জানা গেছে, ছবিতে দুজন হিরো থাকছেন- অজয় দেবগণ আর আমির খান। নায়িকা একজনই – দিপীকা পাড়ুকোন। ছবির সম্ভাব্য বাজেট সাড়ে ৫০০ কোটি টাকা। বলা ভাল,বিক্রমকে চাঁদে পৌঁছতে ইসরোর খরচ হয়েছে সাড়ে ৬০০ কোটি টাকা। এরই মাঝে অমিতাভ বচ্চনের ‘কল্কি ২৮৯৮’,‘ক্রিশ-৪’, ‘অশ্বত্থামা’র মতো কিছু ফিকশন ছবি পাইপলাইনে আছে। তবে, বিক্রম নামার পর বলিউডে এখন চাঁদ নির্ভর আরো একটি ছবি আসছেই। দক্ষিণী পরিচালক মণিরত্নম একটি ছবি করছেন শাহরুখ খানকে নিয়ে। ছবির নাম এখনো ঠিক হয়নি। মনিরত্নম ছবির কাজ ডিসেম্বরে শুরু করবেন। লোকেশন রাজস্থানের মরু এলাকার পাশাপাশি,শ্রীহরিকোটা। তবে কি বিক্রম চাঁদে নামার আগে মহাবিশ্ব তথা মহাকাশ নির্ভর ছায়াছবি বডিউডে কখনো হয় নি? এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা গেল- ১৯৬৭ সালে দারা সিং কে নায়ক ‘চাঁদ পর চঢ়াই’ নামে ছবিটির নির্মাণ করেন দক্ষিণের পরিচালক যি.আর. সুন্দরম। ছবির সঙ্গীত দিয়েছিলেন ঊষা খান্না। দারা সিং এর সাথে ছবির অন্যতম নায়ক ছিলেন আনোয়ার হুসেন। নায়িকা পদ্মা খান্না। আড়াই ঘন্টার ছবিটির হিন্দী ভার্সান সফল হওয়ার পর দক্ষিনী দর্শকদের জন্য ইংরাজীতে ‘ট্রিপ টু মুন’ নামে ডাব করে রিলিজ করা হয়। হিসেব মতো,এটিই ছিল চন্দ্র অভিযান নির্ভর প্রথম ভারতীয় ছবি। বলা ভাল,এই ছবি মুক্তিরও দু’বছর পর ১৯৬৯ এ মানুষ প্রথম চাঁদে নামে। নাসার চন্দ্রযান ঈগলে চেপে – এডুইন অলড্রিন আর নীল আর্মস্ট্রং। তাদের এই অভিযানকে উৎসাহ দিতে হলিউড অবশ্য ‘ফার্স্ট মেন অন দি মুন’ ছবিটি তৈরী করে ১৯৬৪ তে। অক্ষয় কুমারের ছবি ‘মিশন মঙ্গল’ ২০১৯ এ রিলিজ করে। পরিচালকদ্বয়- জগন-শক্তি ছবিটি নির্মাণ করেন খানিকটা প্রোপাগান্ডা ছবির মতো। ছবির প্রযোজক অক্ষয় নিজে। প্রায় ৭০ কোটি টাকার এই ছবি ২৯১ কোটি টাকার ব্যবসা করে। যে অক্ষয় এই ছবি করেছেন,বিক্রম চাঁদে নামার পর তিনি নীরব কেন? অক্ষয়ের সংস্থার সূত্রে জানা যাচ্ছে আপাততঃ ‘মিশন মঙ্গল-টু’ ছবির স্ক্রিপ্ট নিয়েই ব্যস্ত প্রজেক্টের সকলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোঁ ধরা অক্ষয় বিক্রমের সাফল্যের পরও চুপচাপ থাকবেন তা কি হয় ? তিনি বলেছেন, “এটা দেশের বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে গর্বের দিন। এত বড় একটা সময়ের সাক্ষী যে আমরা, তার জন্য গর্বিত হওয়া উচিৎ”।  বিক্রম চাঁদে নামার অল্প পরেই ছবিসহ একটি ট্যুইট করে ইসরোকে ধন্যবাদ দিয়েছেন শাহরুখও। শাহরুখ ২০০৪ সালে ‘স্বদেশ’ ছবিতে অভিনয় করেন নাসার একজন বিজ্ঞানীর ভূমিকায়। ছবিটি যদিও প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে, ‘ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর’ অ্যাওয়ার্ড পান শাহরুখ। মাত্র ২৫ কোটি টাকার বাজেটের আশুতোষ গোওয়ারিকরের এই ছবি ব্যবসা করে মাত্র ১৪ কোটি টাকার। চাঁদে যাওয়ার ঘটনা এই প্রথম। তবে, বলিউডের অজস্র ছবির গান জুড়ে আছে চাঁদ, চাঁদে যাওয়ার কথা। সেই ১৯৭৫ সালে তাহির হুসেনের পরিচালনায় সুনীল দত্তের ‘জখমী’ ছবির একটি গান ছিল লতা মুঙ্গেশকরের কণ্ঠে। ‘আও তুমহে চাঁদ সে লে যায়ে’। এই গানটি এখনো সমান জনপ্রিয়। কল্পনায়,ভাবনায় মানুষ যে চাঁদ ছুঁতে চায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments