সাথী প্রামানিক,পুরুলিয়াঃ খেলা চলাকালীন যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যাবে। মারাত্মক জখম হয়ে যেতে পারেন খেলোয়াড়রা। পরিস্থিতি জেনেও খানা ডোবা নিয়ে থাকা জেলা ক্রীড়া সংস্থা মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে শুরু করে দিল মহিলা ফুটবল লীগ। জেলার ২০টি দলকে নিয়ে চারটি গ্রুপে লীগ পর্যায়ের খেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওই মাঠেই। ঐতিহ্যবাহী ওই মাঠ পরিচর্যার অভাবে এখন মরণ ফাঁদ হয়েছে। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়েছে বৃষ্টিতে। খেলার মান তো দূর অস্ত ৩০ মিনিট করে দুই অর্ধে ৬০ মিনিট মহিলা দলগুলো ঝুঁকি নিয়ে শুধু ছোটাছুটি করলেন। লীগ শুরু হয় গত বারের চ্যাম্পিয়ন পাকবিড়রা ফুটবল একাডেমী ও লাগদা ফুটবল ক্লাবের মধ্যে। জয়ী হয় পাকবিড়রা ফুটবল একাডেমী। খেলার প্রথম অর্ধ থেকেই বার বার পড়তে দেখা যায় খেলোয়াড়দের। ২০১৯ সালে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ওই স্টেডিয়ামের আমূল সংস্কার হয়। মাঠের নিকাশি ব্যবস্থা করা হয়। কিন্তু,উপযুক্ত না হওয়ায় মাঠের মধ্যে কাদা যুক্ত ছোট ছোট ডোবা হয়ে যায়। বল সেখান থেকে পায়ে তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন খেলোয়াড়রা। লীগের সব খেলাগুলোই এই মাঠেই হওয়ার কথা। বিষয়টি নিয়ে মাঠে উপস্থিত এক বরিষ্ঠ কর্মকর্তা বলেন, “এই মাঠে খেলা হবে না। হিল ভিউ গ্রাউন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করব”। মাঠের এই দশা কেন? প্রশ্নের উত্তর দেওয়ার কোনও কর্মকর্তাকে পাওয়া যায় নি। তবে জানা গিয়েছে,আর্থিক অনটনের কারণে মাঠের পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করা যায় নি। অভিজ্ঞ প্রাক্তন খেলোয়াড়দের মতে, মাঠটি ঠিক মতো তৈরীই করা হয় নি। ওই অবস্থায় ঠিকা সংস্থা পাততাড়ি গুটিয়ে পগারপার হয়েছে। দেখবে কে?
কোটি টাকা দিয়ে সংস্কার হওয়া অযোগ্য মাঠেই মহিলা ফুটবল লিগ
RELATED ARTICLES