টিভি ৭ নিউজ ডেস্কঃ অলিম্পিকে গত ২০ বছরে ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন মনু ভাকের। ফাইনালে তার স্কোর ২২১.৭। একইভাবে তিনি অলিম্পিকের শ্যুটিংয়ে ভারতের ১২ বছরের পদক খরা কাটালেন। ২০১২ সালের ৩ আগস্ট বিজয় কুমারের পরে ২০২৪ সালের ২৮ জুলাই পদক জিতলেন মনু। অবশেষে নিজের স্বপ্ন পূরণ করে অলিম্পিকের পোডিয়ামে উঠলেন মনু। সোনা হাতছাড়া হল ঠিকই তবে শেষ অবধি মনুর ব্রোঞ্জ জেতাতেই খুশির বন্যা বয়ে যাচ্ছে দেশজুড়ে। ১০ মিটার এয়ার পিস্তলে তাঁর দুই প্রতিযোগী ছিলেন কোরিয়ার। সোনা জিতলেন ও-ইয়ে জিন। রুপো জিতলেন কিম ইয়ে জি। ইতিমধ্যেই মনুর সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়াজগত। তাদের শুভেচ্ছা বন্যায় ভাসছেন মনু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডলে লিখেছেন, “এক ঐতিহাসিক পদক! দারুণ কাজ করেছো তুমি, মনু ভাকের! এই সাফল্য আরও স্পেশ্যাল, কারণ এই প্রথম কোনও মহিলা শ্যুটার দেশে অলিম্পিক পদক আনলেন। অনবদ্য সাফল্য!”
ইতিহাস গড়ে প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক মনুর
RELATED ARTICLES