নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ দুর্গাপুর পুরসভার পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই। সদ্য লোকসভা নির্বাচনে পুর এলাকায় শাসক দলের পিছিয়ে থাকার কারন হিসেবেও উঠে এসেছে পুর পরিষেবা নিয়ে ব্যর্থতার অভিযোগ। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছুদিন আগেই দুর্গাপুর পুরসভার প্রশাসকমন্ডলীর বিরুদ্ধে তার ক্ষোভ সরাসরি ব্যক্ত করেছেন। এরমধ্যেই বৃহস্পতিবারের একটানা প্রবল বর্ষণে দুর্গাপুরের বিভিন্ন এলাকা হয়ে ওঠে জলমগ্ন। বহু এলাকায় মানুষ জলবন্দি হয়ে যায়। প্রতি বছর সেই একই জলছবি দেখা যায় দুর্গাপুরে। আর প্রতি বছরের মতো এবারেও সেই নিকাশি অব্যবস্থার কথাই উঠে এসেছে ভুক্তভোগীদের মুখে। দুর্গাপুর নগর নিগমের একাধিক ওয়ার্ডেই বৃষ্টির জল জমে গিয়েছে। কাদারোড, ৫৪ ফুট, তপোবন সিটি, শ্রীনগর পল্লি, রাতুড়িয়া,অঙ্গদপুর সহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে জল ঢুকে যায়। ডুবে যায় রাস্তাঘাটও। উদ্ধার করতে হয় জলবন্দি মানুষদের। বিভিন্ন জায়গায় প্রচুর গাছ পড়েছে। পাঁচিল এবং কাঁচা বাড়িও ভেঙেছে। দুর্গাপুরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। দুর্গাপুর নগর নিগমের একাধিক ওয়ার্ডে অনেক বাড়িতে জল ঢুকে যায়। সেখানে জল বের হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠেছে। এনিয়ে জলবন্দি এলাকার বাসিন্দারা দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন। যদিও নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্য পুরকর্তারা দুর্গত এলাকার লোকজনদের দ্রুত উদ্ধার ও তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছেন। নিকাশি নিয়ে অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অনিন্দিতা মুখোপাধ্যায়।
সেই একই জলছবি দুর্গাপুরে,প্রশ্ন নিকাশি ব্যবস্থা নিয়ে
RELATED ARTICLES