সংবাদদাতা,কাঁকসাঃ পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের দোমড়া এলাকায় রয়েছে কুনুর নদের ওপর পূর্ত দপ্তর (সড়ক) কর্তৃপক্ষের স্থায়ী সেতু। প্রতিদিন এই সেতু দিয়ে প্রায় দশ হাজার ছোট,বড় গাড়ি যাতায়াত করে। ব্রিটিশ আমলে তৈরি এই সেতু দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ সড়ক মাধ্যম। বহু পুরানো হওয়ায় ব্রিজের দুই ধারের অংশ অনেকটাই নিচের দিকে বসে যায়। বছর পাঁচেক আগে ওই ব্রিজের দুই ধারের অংশ লোহার খাঁচা দিয়ে কিছুটা উঁচু করা হয়। বর্তমানে ব্রিজের ফের সেই সমস্ত জায়গা নীচে নেমে যায়। একই সাথে বিভিন্ন জায়গায় ফাটলও দেখা দিয়েছে। সেতুতে ফাটল দেখা দেওয়ায় বিপদজনক হয়ে উঠেছে সেতুটি। সম্প্রতি কুনুর নদ ভয়াল রূপ নিয়েছিল। ফলে সেই জলের চাপে সেতুতেও ফাটল ধরেছে। বুধবার সকাল থেকে দেখা যায় ফাটলের সাথে ওই সেতুর কিছুটা অংশ ঝুলেও গেছে। সেতুর এই অবস্থা দেখে আতঙ্কিত গাড়ির চালকরা,পথ চলতি মানুষও দুর্ঘটনার আতঙ্কে উদ্বিগ্ন। গোপাল সরকার নামের পুলকার চালক বলেন, “যেভাবে ফাটল ধরেছে সেতুতে তাতে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। এখন যা অবস্থা তাতে কোন গাড়ি যাতায়াতের অবস্থায় নেই সেতু। তবুও আতঙ্কের মধ্যেই পুলকর নিয়ে যেতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক”। কাঁকসার বিডিও পর্না দে বলেন, “ওই সেতুতে ফাটল ধরেছে শুনেছি। পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেছি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে”।
কুনুর নদের ওপর স্থায়ী সেতুতে ফাটল,বাড়ছে বিপদের আশঙ্কা
RELATED ARTICLES