Sunday, September 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবায়ূ দূষণ ও শব্দ দূষণ রোধে প্রচার দুর্গাপুরে

বায়ূ দূষণ ও শব্দ দূষণ রোধে প্রচার দুর্গাপুরে

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,২১ সেপ্টেম্বরঃ বায়ূ দূষণ ও শব্দ দূষণ রোধ করার জন্য সার্বিক জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ‘স্বচ্ছতাই সেবা’ পক্ষকাল উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর যৌথ উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি ও সুইচ অন ফাউন্ডেশন এর সহযোগিতায় দুর্গাপুর শহরের ৪টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে প্রচার করা হয়। এই জায়গাগুলি হল যথাক্রমে ভিড়িঙ্গী মোড়,গান্ধী মোড়,ডিএমসি মোড় এবং মুচিপাড়া মোড়।  এদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একযোগে এই সব এলাকায় সুদৃশ্য ফেস্টুন,প্লাকার্ড ও মাইক সহযোগে বায়ূ দূষণ ও শব্দ দূষণ রোধের প্রচার অভিযান করা হয়। এই কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করে দুর্গাপুর ট্রাফিক গার্ড ও মুচিপাড়া ট্রাফিক গার্ড। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচী শুরু হয়েছে, চলবে ২ অক্টোবর পর্যন্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments