নিউজ ডেস্ক,২৬ সেপ্টেম্বরঃ এবার স্লিপার কোচ নিয়ে নয়া লুকে হাজির হবে বন্দে ভারত। এতদিন ছিল চেয়ার কার। দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে গেলেও তাতে স্লিপার কোচ ছিল না। নতুন লুকের বন্দে ভারত ট্রেনে থাকবে স্লিপার কোচ। অর্থাৎ যাত্রীরা এবার সারারাত স্লিপার কোচে বন্দে ভারতে যাতায়াত করতে পারবেন নিশ্চিন্তে। কেমন দেখতে হবে ওই স্লিপার কোচ। সম্প্রতি,রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়া লুকের ছবি প্রকাশ করেছেন। আর সেই নয়া লুক, চমক নিয়েই চর্চা তুঙ্গে। জানা গেছে, রাতের সফরের জন্য মূলত চালানো হবে এই বন্দে ভারত। হাওড়া-দিল্লি, হাওড়া-মুম্বই, হাওড়া-চেন্নাই, হাওড়া-সেকেন্দ্রাবাদ, হাওড়া-বেঙ্গালুরুর মতো রুটে বন্দে ভারত স্লিপার চালানো হতে পারে বলে জানা গেছে। তবে তার আগে বেশ কয়েকদিন ট্রায়াল দিয়ে দেখে নেওয়া হবে পরিস্থিতি। সাধারণ ভাবে নতুন লুক দেখে যেমন চমক, তেমনই চিন্তা বাড়ছিল ভাড়া নিয়ে। এই বিলাসবহুল ট্রেনে ভাড়া কত হবে? ‘বন্দে ভারত স্লিপার মধ্যবিত্তদের ট্রেন হবে। রাজধানী এক্সপ্রেসের টিকিট মূল্যের কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হবে।’ ১৬ কোচের এই ট্রেনে এসি থ্রি-টায়ার থাকবে ১১টি, এসি টু-টায়ার চারটি এবং একটি এসি ফার্স্টক্লাস থাকবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণে ৮৫৭টি বার্থ সহ ২০ থেকে ২২টি কোচ থাকবে। এর মধ্যে ৮২৩টি বার্থ যাত্রীদের জন্য এবং ৩৪টি বার্থ কর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। প্রতিটি কোচের একটি মিনি প্যান্ট্রিও থাকবে। ট্রেনটিতে ওয়াই ফাই এবং এলইডি স্ক্রিনও থাকবে যা যাত্রীদের তাঁদের যাত্রা সম্পর্কে তথ্য দেবে। যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা থাকবে। বর্তমানে বন্দে ভারতে শুধুমাত্র চেয়ার কারের ব্যবস্থা রয়েছে। এর মানে হল যে যাত্রীরা শুধুমাত্র এই ট্রেনে বসে ভ্রমণ করতে পারে, তাই এটি দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য ব্যবহার করা হয়নি। তবে এখন শীঘ্রই যাত্রীরা বন্দে ভারত ট্রেনে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারবেন। জানা গেছে,কয়েক মাসের মধ্যেই চালু করা হবে বন্দে ভারতের স্লিপার কোচ ট্রেন পরিষেবা।
এবার স্লিপার কোচ নিয়ে নয়া লুকে আসছে বন্দে ভারত
RELATED ARTICLES