প্রণয় রায়,দুর্গাপুর,২৯ সেপ্টেম্বরঃ এ এক অন্য ধরণের অনুষ্ঠান। পাঠক ও লেখককে মুখোমুখি বসিয়ে লেখকের লেখার বিচার। লেখক তার নির্বাচিত ও সৃজনশীল লেখাটি পাঠের দরবারে পেশ করছেন আর নির্বাচিত পাঠকরা সেই লেখা নিয়ে আলোচনা করছেন। এতে লেখকরা যেমন তাদের লেখা পাঠকদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে তা বুঝতে পারেন তেমনি পাঠকরা ও লেখকদের লেখার মূল ভাবটি আত্মস্থ করে সেই লেখার গ্রহণযোগ্যতা নিয়ে তাদের অভিমত জানাতে পারেন। সৃজনী প্রেক্ষাগৃহের বিপিন দাস সভাগৃহে অক্ষরের আড্ডা আয়োজিত পাঠকের দরবারে আমন্ত্রিত ও নির্বাচিত কবি হিসেবে উপস্থিত ছিলেন এই রাজ্যের বিভিন্ন জেলার কয়েকজন নির্বাচিত কবি গৌতম গুহ রায়, মলয় সরকার, অঞ্জন দাস ও সুকৃতি সিকদার। এরা নিজেদের কয়েকটি কবিতা পাঠকের দরবারে উপস্থাপিত করলেন আর গল্পকার বিমান পন্ডা, হেমন্ত সরখেল ও বনমালী মন্ডল তাদের লেখা নির্বাচিত গল্প পাঠ করলেন। এই লেখাগুলির ওপর পাঠ প্রতিক্রিয়া জানালেন মলয় পাহাড়ি ও আশিস মিশ্র। অক্ষরের আড্ডা আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা ও সম্পাদক কবি ও সাহিত্যিক মণিশঙ্কর জানান, এই অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হল লেখক ও পাঠকের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করা ও পাঠকদের সাহিত্য মনস্ক করা। দুর্গাপুরের প্রচুর কবি ও সাহিত্যিক এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সাহিত্য আলোচনায় অংশ নেন ও তাদের সুচিন্তিত অভিমত পেশ করেন। সারাদিন ধরে চলে এই মনোগ্রাহী সাহিত্য অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক,লোকসংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিষয়ক গবেষক পূর্ণেন্দু ঘোষ।
দর্শকের দরবারে ‘অক্ষর’এর অভিনব সাহিত্য আড্ডা
RELATED ARTICLES