সংবাদদাতা,অন্ডালঃ বুধ ও বৃহস্পতিবার টানা বৃষ্টিপাতের কারণে সিঙ্গারন নদীর জল ব্রীজের উপর পর্যন্ত উঠে যায়। ফলে যানবাহন চলাচল বিপদজনক হয়ে ওঠে।তারমধ্যেই জানা যায় এক স্কুটি চালক জলের তোড়ে ভেসে গেছেন। পরে অন্ডালের সিঙ্গারন নদী থেকে উদ্ধার হয় একটি স্কুটি। আরও জানা যায় নিখোঁজ স্কুটির মালিক দেবাসিস দত্ত। তিনি পেশায় একজন তবলাবাদক। বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় দুর্গাপুরে একটি সংগীতানুষ্ঠান যান শ্রীরামপুর পঞ্চায়েতের শ্রীপল্লীর বাসিন্দা ওই তবলা বাদক দেবাশীষ দত্ত (৫৭)। অনুষ্ঠান শেষে রাতেই বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে গোপালমাঠ থেকে শ্রীরামপুর যাওয়ার রাস্তার ডিএসওয়াই রোডের ব্রীজ সংলগ্ন সিঙ্গারণ নদী থেকে দেবাশীষ বাবুর স্কুটিটি উদ্ধার হয়। পাশেই পড়ে থাকতে দেখা যায় তবলা শিল্পীর একটি ব্যাগও। মনে করা হচ্ছে ব্রিজ দিয়ে পারাপারের সময় সম্ভবত ওই ব্যক্তি নদীর জলে তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। স্থানীয়রা সকালে নদীর জলে নেমে দেবাশীষ বাবুর খোঁজে উদ্ধার কাজ শুরু করেন। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা দলকেও। উদ্ধার দলের প্রশিক্ষিত ডুবুরিরা নদীর জলে নেমে দীর্ঘক্ষণ তল্লাশি চালান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেবাশীষ বাবুর খোঁজ পাওয়া যায়নি।
সিঙ্গারন নদী থেকে উদ্ধার স্কুটি,নিখোঁজ তবলা শিল্পী
RELATED ARTICLES