নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,২৭ অক্টোবরঃ অবশেষে দুর্গাপুর ইস্পাত কারখানার নিখোঁজ আধিকারিক সমিত ভট্টাচার্যের খোঁজ মিলেছে। শনিবারই গভীর রাতে কারখানার ভিতরে জংশন লিফটের কাছে তার প্রাণহীন দেহটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহটি ইস্পাত হাসপাতালে নিয়ে যায় এবং ময়না তদন্তে পাঠানো হয়।শনিবার সকালে ডিউটিতে আসার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার ‘র মেটোরিয়াল হ্যান্ডলিং প্ল্যান্টের জি এম (অপারেশন)’ এই জেনারেল ম্যানেজার। কারখানায় তার গাড়ি এবং খাবার সহ অন্যান্য জিনিসপত্র ঠিকঠাক থাকলেও সমিতবাবুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সহকর্মীরা অনেকবার তার মোবাইলে ফোন করলেও তা রিসিভ করা হয়নি। তিনি সিটি সেন্টারে সেইল কো অপারেটিভ এর বাঘা যতীন পথ এর বাসিন্দা। তার হঠাৎ এভাবে নিখোঁজ হওয়ার ঘটনা এবং প্রায় ১৬ ঘন্টা পর কারখানার ভিতরেই মৃতদেহ পাওয়ার বিষয়টি নিয়ে রহস্য দানা বেধেছে। তার পরিবারের সদস্যরাও এবিষয়ে কিছুই বুঝতে পারছেন না। কারখানার শ্রমিক মহলও হতবাক হয়ে গেছেন। তাদেরও প্রশ্ন- কি হতে পারে? প্রশ্ন উঠছে, কাজের জায়গায় আসার পর কোথায় এবং কিভাবে তিনি নিখোঁজ হয়ে গেলেন? শেষ পর্যন্ত কিভাবে লিফটের কাছে এই মর্মান্তিক পরিণতি হল তার? নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা?
এই লিফটের কাছেই পড়ে ছিল নিখোঁজ ডিএসপি আধিকারিকের প্রাণহীন দেহ।