সংবাদদাতা,দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বুধবার রাজ্যের সমস্ত জেলায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে বুধবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় অবস্থিত সাব ডিভিসনাল ভূমি ও মহকুমা ভূমি সংস্কার দফতর বেশ কিছুক্ষন ঘেরাও করে রাখেন কংগ্রেসকর্মীরা। একইসঙ্গে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে দুর্গাপুরের ১ নং ব্লক কংগ্রেস সভাপতি রবীন গাঙ্গুলী,২ নং সভাপতি সৌমেন বাউরী,৩ নং সভাপতি অশোক শাসমল ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদারের নেতৃত্বে কংগ্রেসকর্মী ও সমর্থকরা এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী অভিযোগ করে বলেছেন,সারা রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে দুর্গাপুরেও দেখা যাচ্ছে ভূমি ও ভূমি সংস্কার দফতরে দালাল-চক্র সক্রিয়। সেখানে বেআইনি ভাবে জমির রেকর্ড বদল,সরকারি খাস জমি দখল এবং বেআইনি ভাবে বিক্রির মতো নানা দুর্নীতি হচ্ছে। বেআইনি লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে। আমরা চাই অবিলম্বে সেই সব অভিযোগগুলির যথাযথ তদন্ত হোক। বিক্ষোভ কর্মসূচীর পর কংগ্রেস নেতৃত্ব এসডিএলআরও-কে একটি স্মারকলিপি দেন।
ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেসের বিক্ষোভ
RELATED ARTICLES