বেবি চক্রবর্ত্তী,কলকাতা: দল বিরোধী কার্যকলাপ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একাধিক নেতাকে একসঙ্গে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন তৃণমূল অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিঙ্কর মণ্ডল।ওয়েবকুপার সহ সভাপতির পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ছিল মণিশঙ্কর।তাঁকে সেই পদ থেকেও সরানো হয়েছে। সূত্রের খবর, সেখান থেকেও তাকে সরানো হয়েছে এ ছাড়াও তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদারকেও বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও যুব তৃণমূলের সম্পাদক পদে থাকা আর এক নেতা তরুণ তিওয়ারিকেও বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূলের এই নেতার বিরুদ্ধে গতকালই পোস্তা থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ দায়ের হয়। এক ব্যবসায়ী তরুণ তিওয়ারির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। এর পরই ওই যুব নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেয় তৃণমূল। যুব তৃণমূলের সভানেত্রী এবং সাংসদ সায়নী ঘোষ চিঠি দিয়ে তরুণ তিওয়ারিকে বহিষ্কারের কথা জানিয়েছেন। তৃণমূল বহিষ্কার করার পাশাপাশি অভিযুক্ত ওই নেতাকে গ্রেফতার করেছে পোস্তা থানার পুলিশও। অন্যদিকে শিক্ষক সংগঠনের দুই নেতা মণিশঙ্কর এবং প্রীতমের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের দলবিরোধী কাজের অভিযোগ জমা পড়েছিল তৃণমূল নেতৃত্বের কাছে। তার পরই এই দুই নেতাকেও বহিষ্কারের কথা জানিয়েছেন দলের শিক্ষা সংগঠনের সভাপতি ব্রাত্য বসু।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একাধিক তৃণমূল নেতা বহিষ্কার
RELATED ARTICLES