দুর্গাপুর,২২ ডিসেম্বরঃ শীতের শিশির সিক্ত সন্ধ্যা। ইস্পাতনগরীর বলাকা মণিমেলার মাঠের চারধারে গাছপালাগুলি রাস্তার নিয়ন আলোয় একটু একটু করে সিক্ত হচ্ছিল। মাঠ থেকে একটু দূরে পিচের রাস্তা পেরিয়ে বিরাট বি জোন মেজর পার্ক। পার্ক জুড়ে অসংখ্য গাছপালা আর একটা বিশাল জলাশয়। সেখান থেকে শীতল বাতাস পুরো মাঠটাকে শীতার্ত করছিল। তারই মাঝে দুর্গাপুরের সবচেয়ে প্রাচীন শিশু সংস্থার তিপ্পান্নতম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল মণিমেলার খোলা আকাশের সামিয়ানার নীচে। প্রচন্ড শীতের সন্ধ্যায় বলাকা মণিমেলার একশোরও বেশী শিশু কিশোর,মণি ভাইবোন এক মনোরম সান্ধ্য অনুষ্ঠানে অংশ নেয়। সঙ্গীত,সমবেত ব্যায়াম ছড়ার ব্যায়াম অভি নৃত্য,ডাম্বেল ড্রিল,ব্রতচারী,জুম্বা নৃত্য, লোকনৃত্য ও যোগ ব্যায়ামে অংশ নেয়। এই শীতের সন্ধ্যাতেও শিশুদের মনোরম এই অনুষ্ঠান দেখতে দর্শক সমাগমও হয়েছিল চোখে পড়ার মতো।
শহরের প্রাচীন শিশু সংগঠন বলাকার বার্ষিক অনুষ্ঠান
RELATED ARTICLES