Tuesday, December 24, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঘিনী জিনাতের ভয়ে খোলামনে ভ্রমণে ব্যাঘাত পর্যটকদের

বাঘিনী জিনাতের ভয়ে খোলামনে ভ্রমণে ব্যাঘাত পর্যটকদের

পুরুলিয়া,২৩ ডিসেম্বরঃ  শীতের মরশুম। আর শীতের মরশুম মানেই তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পর্যটকদের ভরা মরশুম। বাঙালির প্রিয় জায়গাগুলির অন্যতম হল পুরুলিয়া। এখানকার পাহাড়,প্রাকৃতিক শোভা বরাবর পর্যটকদের আকর্ষণ করে। জঙ্গলের মধ্যে একাধিক রিসর্টে এই সময় পর্যটকদের ভীড় বেড়ে যায়। কিন্তু এবার বেলপাহাড়িতে বেড়াতে গিয়ে  হতাশ হতে হচ্ছে পর্যটকদের। মনখুলে কেউই জঙ্গলের মধ্যে বেড়াতে পারছেন না। তার কারন জিনাত নামে এক বাঘিনীর উপস্থিতি।  বাঘিনীর উপস্থিতিতে খোলামনে ঘোরায় ব্যাঘাত ঘটছে পর্যটকদের। কদিন আগেই বেলপাহাড়ির জঙ্গল পেরিয়ে জিনাত বান্দোয়ানের যমুনা বনে ঢুকেছে বলে বন দফতরের খবর। জিনাতকে বাগে আনতে হিমসিম বনকর্মীরা। নানা কৌশল প্রয়োগ করে চললেও জিনাতকে ধরা যাচ্ছে না। পর্যটকরা বেড়াতে এসে যাতে কোনো বিপদে না পড়ে তার জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। তাতে পর্যটকরা স্বাভাবিকভাবেই বেশ হতাশ। তাঁদের নিরাপত্তার স্বার্থে স্নিফার ডগ-সহ সিআরপিএফ টহল দিচ্ছে এলাকায়। কাঁকড়াঝোর,আমলাশোলের মধ্যবর্তী এলাকা ময়ূরঝর্না,দলদলি,ধোবাকাচা,চিরুগোড়া এলাকায় চরম সতর্কতা  জারি করেছে বনদপ্তর। সেখানেই বিগত কদিন অবস্থান করেছে বাঘিনী জিনাত। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি বাঘিনীর নিরাপত্তার দিকেও নজর দিতে হচ্ছে প্রশাসনের। তার নিরাপত্তার জন্য ওড়িশা টাইগার রিজার্ভ ফরেষ্ট-এর কর্মীরা, ঝাড়গ্রাম বনবিভাগ, মেদিনীপুর বনবিভাগের এবং সুন্দরবন ও গৌহাটি থেকে বিশেষজ্ঞরা দিন রাত নজরদারি চালাচ্ছেন। মাইকিং করে সতর্ক করা হচ্ছে পর্যটক এবং গ্রামবাসীদের। ঐ এলাকার পাশাপাশি অঞ্চলে রয়েছে একাধিক হোমস্টে। শীতের মরশুমে কলকাতা-সহ বহু জায়গার পর্যটকরা এখানে বেড়াতে আসেন। কিন্তু এই পরিস্থিতিতে, সমস্ত হোমস্টে এবং লজে বন দপ্তরের তরফে জঙ্গলে না ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে জঙ্গলে ঘুরতে এসে আশাহত হচ্ছেন পর্যটকরা।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments