বেবি চক্রবর্ত্তী, কলকাতা: শ্রীশ্রীমা সারদাদেবীর ১৭২ তম এবং শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজের ১৭১ তম জন্মতিথি উপলক্ষে বারাসাত রামকৃষ্ণ মিশনে পাঁচ দিনব্যাপী যে অনুষ্ঠানের সূচনা হয়েছিল বৃহস্পতিবার তা শেষ হলো। রামকৃষ্ণ মিশন মঠ বারাসাতের তরফ থেকে স্বামী প্রাণেশ্বরানন্দ মহারাজ জানান প্রতিবছরের ন্যায় এই বছরেও সারদা মায়ের জন্ম তিথি অর্থাৎ কৃষ্ণা সপ্তমী থেকে কৃষ্ণা একাদশী পর্যন্ত এই পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান যেমন মঙ্গলারতী, বেদ পাঠ, স্তবগান, বিশেষ পুজো,পাঠ, ভজন – কীর্তন, যাত্রা এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট সন্ন্যাসীবৃন্দ দ্বারা পরিবেশিত বৈকালিক ধর্মসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ দিনে ‘স্বামী শিবানন্দ’ শির্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় অংশ নিয়েছেন বামুনমুড়া রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দুর্গাত্মানন্দ মহারাজ, বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ- সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ মহারাজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ প্রমূখ। এই অনুষ্ঠানের শেষে বারাসাত রামকৃষ্ণ মিশনের তরফ থেকে কালীপুজোর আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ বারাসাত সহ বেলুড় মঠ, কল্যাণী, নিমপীঠ, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে অতিথিরা যোগদান করেন।
সারদা দেবী এবং শ্রীমৎ স্বামী শিবানন্দজীর জন্মতিথি মহাসমারোহে পালন করল রামকৃষ্ণ মঠ
RELATED ARTICLES