সংবাদদাতা,লাউদোহাঃ প্রতি বছরের মতো এবছরও ১ জানুয়ারি বুধবার সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে একাধিক সামাজিক কর্মসূচী পালন করছে তৃণমূলের কর্মীরা। দুর্গাপুর ও আসানসোলের সঙ্গে এদিন খনি অঞ্চলেও শাসক দলের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কলিয়ারীর তৃণমূল কার্যলয়ে দলীয় পতাকা উত্তোলন ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ,ব্লক সভাপতি শত্দীপ ঘটক, পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি সহ অন্যরা। এদিন এলাকার ১০০ জন ল্যাপ্রোসি ও টিবি রোগীকে দলের পক্ষ থেকে মিষ্টি ও ফল উপহার দেওয়া হয়। তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান,আজ ইংরেজি বর্ষ বরণের দিন, এছাড়াও আজকের দিনটি তৃণমূল কংগ্রেসের জন্মদিন হিসাবেও তাঁদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। মানুষের পাশে থাকা দলের নীতি,তাই দলের নির্দেশে আজকের এই আয়োজন। এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে কোথাও রক্তদান শিবির,স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে লেপ্রসি ও টিবি রোগীদের ফল মিষ্টি উপহার
RELATED ARTICLES