Wednesday, January 8, 2025
Google search engine
Homeখেলাঅলিম্পিক গেমসের ধাঁচে দুর্গাপুরে হচ্ছে ‘স্পোর্টস কার্নিভাল’

অলিম্পিক গেমসের ধাঁচে দুর্গাপুরে হচ্ছে ‘স্পোর্টস কার্নিভাল’

শেখ জয়উদ্দিন,দুর্গাপুর,৩ জানুয়ারীঃ বিগত সময় বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজোর বিসর্জন কার্নিভাল দেখেছে দুর্গাপুরবাসী। এবার সেই শহরেই অনুষ্ঠিত হচ্ছে স্পোর্টস কার্নিভাল। শুধু দুর্গাপুর নয়,এই রাজ্যে বা সারা দেশেই এই ধরনের স্পোর্টস কার্নিভাল এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। কারন,অতীতে কোনো রাজ্যে একটিই গেমসের মধ্যে ক্রিকেট, ফুটবল, টেনিস,দাবা ও অ্যাথলেটিক্স সহ মোট ৩২টি  ইভেন্ট নিয়ে কোনো ক্রীড়া উৎসব হয়নি। আমরা অলিম্পিক গেমসে যেমন দেখে থাকি যে সেখানে খেলাধূলার প্রায় সমস্ত ইভেন্ট অনুষ্ঠিত হয়। দুর্গাপুর স্পোর্টস কার্নিভালও সেই অনুকরণেরই একটি ক্রীড়া উৎসব। নিঃসন্দেহে একটি দারুন উদ্যোগ। এর উদ্যোক্তা দুর্গাপুর ক্লাব সমন্বয়। এদিন ভগৎ সিং স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে দুর্গাপুর কার্নিভালের উদ্যোক্তারা জানান, ৫ জানুয়ারী বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপম রায়ের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে এই মহাক্রীড়া উৎসবের সূচনা হবে। উদ্যোক্তা কমিটির সভাপতি সন্দীপ দে জানিয়েছেন, এই মহাযজ্ঞে দুর্গাপুরের সমস্ত ক্রীড়া সংগঠনগুলির সহযোগিতা রয়েছে। সমস্ত ধরনের খেলা নিয়ে এই কার্নিভালে ১২ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে। মোট  প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা। বিশেষ আকর্ষণ হিসেবে ১২ জানুয়ারি ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত থাকবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। জানা গেছে, ক্রিকেটেই সব থেকে বেশী প্রাইজ মানি থাকছে। বিজয়ী দল পাবে ৫ লক্ষ টাকা। রানার্স ৩ লক্ষ টাকা। এছাড়া ম্যারাথনে বিজয়ী পাবে ৫০ হাজার টাকা। তুলনায় ফুটবলে প্রাইজ মানি কিছুটা কম মাত্র ২০ এবং ১৫ হাজার টাকা। সাংবাদিক সম্মেলনে পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমুল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, এই স্পোর্টস কার্নিভালের মাধ্যমে এখানে খেলাধূলার আরও প্রসার হবে। খেলাধুলার মান উন্নয়নের জন্য এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৯ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত স্পোর্টস কার্নিভাল চলবে ভগৎ সিং স্টেডিয়ামে। শুধু দুর্গাপুর বা জেলা থেকেই নয়,ভিন জেলা ও রাজ্য থেকেও অনেক প্রতিযোগী এই স্পোর্টস কার্নিভালে বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments