দুর্গাপুর,১২ জানুয়ারীঃ সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী এবং একই সঙ্গে জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে দুর্গাপুরের বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে দুদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হচ্ছে। এদিন সকালে প্রভাত ফেরী দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিধান নগর হাউসিং কলোনি পরিক্রমা করে প্রভাতফেরী। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ বা সারদা ও বিবেকানন্দের পূজো শুরু হয় মঞ্চেই। একই সঙ্গে ছিল রক্তদান শিবিরও। দুপুরে ছিল নারনারায়ণ সেবা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিশিষ্ট সংগীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। বিধান স্মৃতি মঞ্চের কর্ণধার তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক মন্ডলীর সদস্য এবং আইএনটিটিইউসির জেলা কোষাধ্যক্ষ দীপংকর লাহা জানান, আমাদের আলাদা করে কোনো বার্তা দেওয়ার নেই। স্বামী বিকেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়েই প্রতিবছর তারা এই বিবেক চেতনা উৎসব পালন করে আসছেন। তিনি জানান,সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হবে। এই উৎসব ঘিরে এলাকার মানুষজনদের থেকে ভালো সাড়া পাওয়া গেছে বলেও তিনি জানান।
বিধাননগরে নানা কর্মসূচীতে বিবেক চেতনা উৎসব
RELATED ARTICLES