সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৪ জানুয়ারি: ‘মকর পরব’ উপলক্ষে পুরুলিয়া জেলা জুড়ে অঘোষিত বনধ পালিত হয়ে গেল মঙ্গলবার। এই খুশির ব ন্ ধকে স্বতস্ফুর্তভাবে সমর্থন করলেন আপামর পুরুলিয়াবাসি। এদিন পুরুলিয়া জেলায় বেসরকারি বাস চলাচল খুব একটা করেনি। দোকান বাজার ছিল বন্ধ। পুরুলিয়া জেলা সদরে চিত্রটা আরও বেশি পরিষ্কার ছিল এদিন। কর্মচারীরা এদিন কাজে না আসায় স্বাভাবিকভাবেই মালিক কর্তৃপক্ষকে দোকান বন্ধ রাখতে হয়।জেলা সদরে উত্সব প্রিয় গ্রামের মানুষ না আসায় শুনশান হয়ে যায় বাস স্ট্যান্ড। ছোট গাড়িও হাতে গোনা কয়েকটি চলে রাস্তায় । এদিন রেল চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা ছিল অন্যদিনের তুলনায় অনেক কম। সকাল থেকেই টুসু বিসর্জন এবং পুণ্য স্নান করতে জেলার বিভিন্ন জলাশয়গুলির দিকে রওনা দেন। মকর সংক্রান্তির দিন যথাযথভাবে উত্সব মুখর মানুষ স্নান সারলেন জেলার নদী, জোড় এবং বড় বড় জলাশয়গুলিতে। এছাড়া নিতুড়িয়ার দামোদরের চরে টুসু বিসর্জন এবং পুণ্য স্নানের জন্য হাজার হাজার পুণ্যার্থী উপস্থিত ছিলেন। টুসু গান গাইতে গাইতে কিশোরী-মহিলাদের দল চৌডল সহযোগে টুসু লক্ষীকে বিদায় জানালেন সংস্কৃতিকে ধরে রাখা মানুষজন। পুরুলিয়া শহরের কাছে কংসাবতী নদীর চরে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল। চৌডলে রাখা টুসুর বিসর্জন দেখতে ভিড় জমান তাঁরা। অনেকে স্নানের পর সেখানেই পিঠে-পুলি নাড়ু, মুড়ি সহযোগে আহার সারেন। সেখানে টুসু গানের একটি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। হুড়া থানা এলাকার মহাদেব বেড়ায়, জয়পুরের দেউলঘাটায় এবং কাঁসাই নদীর তীরে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল। নদীতে স্নান সেরে শিবতীর্থে পুজো দেন পুণ্যার্থীরা। সুবর্ণ রেখা নদীর তীরে ঝালদা ও তুলিনের মানুষ মকর সংক্রান্তির পুণ্যস্নান সারেন। রঙ-বেরঙের চৌডল নিয়ে টুসুর বিসর্জন হয় নদীতে। এদিন বেশ কয়েকটি জায়গায় চৌডল প্রতিযোগিতার আসর বসে। দূর দুরান্ত থেকে প্রতিযোগীরা তাদের রকমারী চৌডল নিয়ে হাজির হন। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।
উৎসবকে মুখরিত করতে পুরুলিয়া জেলা তথ্য ও সাংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় ও মানভূম কালচারাল আকাডেমি আয়োজিত প্রতিযোগীতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কংসাবতী নদীর পাড়ে। পুরুলিয়া জেলার মানুষ টুসু পরবে আত্মহারা। জেলার নদীর জলাধারগুলিতে এই পরবকে ঘিরে অস্থায়ী মেলার আয়োজন হয়।পুরুলিয়ার লোক শিল্পীদের নিয়ে মানভূম কালচারাল আকাডেমির আয়োজিত ও জেলা তথ্য সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় টুসু গান, চৌডল প্রতিযোগীতামূলক অনুষ্ঠান হয়।
মকর পরবে পুরুলিয়ায় যেন অঘোষিত বনধ পালিত হলো
RELATED ARTICLES