দুর্গাপুর,৩০ জানুয়ারীঃ বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম প্রয়াণ দিবস। এই দিন বিগত বছরগুলির ন্যায় দুর্গাপুরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে গান্ধী মোড়ের কাছে মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী সুদেব রায়, ডিএসপির সিজিএম(পি এন্ড এ) অঞ্জনি সরন, শ্রমিক নেতা রজত দীক্ষিত, জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী প্রমূখ। এই সভায় সুদেব রায় তার সংক্ষিপ্ত বক্তব্যে মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শের কথা তুলে ধরেন। সারা দেশে দিনটি সম্প্রীতি দিবস হিসেবেও পালিত হয়। অন্যদিকে বিগত বছরগুলির মতো এবছরও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালন করে। দুর্গাপুর তথ্য কেন্দ্রে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান ও সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল।
প্রয়াণ দিবসে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য দুর্গাপুরে
RELATED ARTICLES