দুর্গাপুর,৩০ জানুয়ারীঃ দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মার্কেটিং ডিভিশন দুর্গাপুর, সুইচ অন ফাউন্ডেশন ও নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর সহযোগিতায় সগড়ভাঙ্গা হাইস্কুল সভাকক্ষে “চাই সবুজ পৃথিবী -চাই নির্মল বাতাস ও চাই সুস্থ সবল রক্তদাতা” শীর্ষক রাঢ় বাংলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট পরিবেশবিদ ও সগড়ভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জী। আলোচকদের মধ্যে ছিলেন অঙ্কিতা চক্রবর্তী, রাজেশ পালিত, গার্গী মৈত্র। সভাপতিত্ব করেন সৌমেন চক্রবর্তী। বীরভূম,পূর্ব ও পশ্চিম বর্ধমান,বাঁকুড়া ও পুরুলিয় এই ৫ জেলার মোট ৫২ জন প্রতিনিধি উপস্থিতি ছিলেন। মহিলাদের উল্লেখযোগ্য অংশগ্রহন ছিল। সভা থেকে স্থির করা হয়েছে যে সুস্থ সবল রক্তদাতা বাড়াতে গার্হস্থ্য দূষণ কমাতে উদ্যোগ নেওয়া হবে,দূষণ রোধে ফসিল ফুয়েল ব্যবহার কমিয়ে বিকল্প জ্বালানী ব্যবহার ও সবুজের অভিযান বৃদ্ধি করা হবে। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি’র সাধারণ সম্পাদক কবি ঘোষ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সভার শুরুতে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
‘চাই সবুজ পৃথিবী-চাই নির্মল বাতাস’ শীর্ষক কর্মশালা
RELATED ARTICLES