সংবাদদাতা,দুর্গাপুরঃ বৃহস্পতিবার ইস্পাতনগরীর এজোন রাজেন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় অ্যালয় স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন এবং এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের বার্ষিক সম্মেলন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য আইএনটিউসির সভাপতি কামরু জামান কামার।উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য তরুণ রায়, আইএনটিইউসির জেলা সভাপতি সুভাষ সাহা, ডিএসপির আইএনটিউসি অনুমোদিত হিন্দুস্তান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট কনভেনর রজত দীক্ষিত। এই বার্ষিক সম্মেলনে সর্বসম্মত ভাবে অ্যালয় স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি পুনরায় নির্বাচিত হন ন্যাশনাল ইনটাক সভাপতি ড: জি সঞ্জীভা রেড্ডি জী, সাধারণ সম্পাদক প্রদীপ দত্ত, কোষাধ্যক্ষ স্নেহাংশু সুপকার, রাজ্য সভাপতি কামার সাহেব নির্দেশ দেন, এএসপি তে ইনটাক কে আরো শক্তিশালী করতে হবে, কোনো বিভেদ রাখা যাবে না, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তরুণ রায় বলেন শিল্পাঞ্চলে ইনটাকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই সংগঠন আরও শক্তিশালী হলে, কংগ্রেসও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, ঠিকাদারি প্রথা রাখা যাবে না। ইনটাক জেলা সভাপতি সুভাষ সাহা বলেন, রাজ্য সভাপতির নির্দেশ অনুসারে দুর্নীতি মুক্ত ইনটাক ও ব্যক্তি কেন্দ্রিক ইনটাক করা চলবে না। রাজ্য ইনটাক কে শক্তিশালী করার পাশাপাশি কেন্দ্রীয় ইনটাককেও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠিত হল অ্যালয় স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের বার্ষিক সম্মেলন
RELATED ARTICLES