প্রণয় রায়,দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রয়াত ব্যায়ামবীর তুষার কান্তি সরকারের স্মৃতিতে জংশন মলে অনুষ্ঠিত হয়ে গেল মহিলা ও পুরুষদের জন্য মেনস ফিজিক ও ওমেনস ফিজিক ও কেবলমাত্র পুরুষদের জন্য বডি বিল্ডিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পূর্ব ও পশ্চিম বর্ধমান,পুরুলিয়া,বাঁকুড়া ও বীরভূমের মোট ১৫ জন মহিলা ও ৯৫ জন পুরুষ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়। মহিলাদের মধ্যে সবার সেরা প্রতিযোগী হন বাঁকুড়ার সুস্মিতা নাথ। সামগ্রিকভাবে শ্রেষ্ঠ ও দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে বিবেচিত হন যথাক্রমে বিজয় গড়াই ও প্রকাশ সিনহা।
মহিলা ও পুরুষদের দেহসৌষ্ঠব প্রতিযোগিতা দুর্গাপুরে
RELATED ARTICLES