সংবাদদাতা,রামপুরহাটঃ ডি এ বৃদ্ধি সহ ১৫ দফা দাবিতে অনশন শুরু করেছে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের রামপুরহাট শাখা। বৃহস্পতিবার সকাল থেকে রামপুরহাট স্টেশনের সামনে অনশন শুরু করা হয়েছে। তাদের দাবি ২০২৪ সাল থেকে ২৫ শতাংশ ভাতা বৃদ্ধি করতে হবে। আয়কর থেকে ৭০ শতাংশ ভাতা ছাড় দিতে হবে। পণ্য ট্রেনের জন্য ৮ ঘণ্টা এবং যাত্রীবাহী ট্রেনের জন্য ৬ ঘণ্টা ডিউটি সীমাবদ্ধ করতে হবে। মাল্টি ট্যাক্স সহ লোকো পাইলটদের উপর বোঝা চাপানো বন্ধ করতে হবে। সংগঠনের জোনাল সম্পাদক জে কে মণ্ডল বলেছেন, “আমরা ১৫ দফা দাবিতে অনশন শুরু করেছি। ৩৬ ঘণ্টা এই অনশন চলবে। তাতেও কাজ না হলে দিল্লিতে গণবিক্ষোভ কর্মসূচী করা হবে। সেখানে সারা ভারতের সংগঠনের লোকজন বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করবে। দিল্লির জন্তরমন্তরে অবস্থানে বসব। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেব। তাতেও কাজ না হলে ১৯৭৪ সালে যেভাবে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল সেই আন্দোলন ফিরিয়ে আনব”।
ডিএ বৃদ্ধি সহ ১৫ দফা দাবিতে অনশনে রেলের লোকো কর্মীরা
RELATED ARTICLES