Monday, March 10, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গদেউচা-পাঁচামী কয়লাখনির কাজ দেখতে রাজ্যের প্রতিনিধি দল   

দেউচা-পাঁচামী কয়লাখনির কাজ দেখতে রাজ্যের প্রতিনিধি দল   

সংবাদদাতা,সিউড়িঃ  দেউচা-পাঁচামী কয়লাখনির খনন কাজ পরিদর্শন এবং জনগণের বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখতে শুক্রবার জেলায় আসেন রাজ্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন পিএইচই-র প্রিন্সিপাল সেক্রেটারি  সুরেন্দ্র গুপ্ত, রাজ্য ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিক ছোটেন লামা,পিডিসিএল সচিব পি বি সেলিম। এছাড়াও বীরভূম জেলা শাসক বিধান রায় ও জেলা পুলিশ সুপার আমনদ্বীপ এবং রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলামও ছিলেন প্রতিনিধি দলের সঙ্গে।  বিধান রায় জানান, প্রতিনিধি দল প্রথমে পিডিসিএলের ক্যাম্পে গিয়ে বৈঠক করেন। দুপুরে চাঁদা মৌজায় গিয়ে খনন কাজ, গাছ প্রতিস্থাপন,এলাকায় পানীয় জলের ব্যবস্থা,ক্যাম্প খতিয়ে দেখেন এবং কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। তাদের অভাব অভিযোগ শোনেন। এলাকার মানুষের স্বাস্থ্যের বিষয়টি তারা খতিয়ে দেখেন। এরপর  তারা মহম্মদবাজার ব্লকে বৈঠক করেন। সেখানে রাজ্যের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন এস আর ডি এ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। বিধান রায় বলেন, “কাজের অগ্রগতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল ঘুরে গেলেন। এদিন ১৫৭ জনের হাতে জমির কাগজপত্র তুলে দেওয়া হয়েছে। এখনও কিছু মানুষ জানিয়েছেন তাদের আধার কার্ড নেই, জমির কাগজপত্র নেই। কয়েক দিনের মধ্যে গ্রামে ক্যাম্প করে সেই সমস্যা মিটিয়ে দেওয়া হবে। এছাড়া যাদের তফসিলি জাতি এবং উপজাতি শংসাপত্র নেই তাদের জন্যও ক্যাম্প করা হবে।  গ্রামে বসেই সমস্ত সমস্যার সমাধান করা হবে”। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments