সংবাদদাতা,দুর্গাপুর: দুর্গাপুরের ছড়াকার রঘুনাথ সিনহার কাব্য গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হল ইস্পাতনগরীর ১৮, রুমড হোস্টেল প্রেক্ষাগৃহে। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক রনজিত গুহ, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী, প্রাবন্ধিক পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, কবি তাপস চট্টরাজ ও প্রণয় রায়। অতিথি বৃন্দ তাদের বক্তব্যে ছড়াকার রঘুনাথ সিনহার ছড়ার ভূয়সী প্রশংসা করেন। এরপর রঘুনাথ সিনহার কাব্য গ্রন্থ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জয়ন্ত পোদ্দার। বিভিন্ন কবি ও বাচিক শিল্পীরা এ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন।
দুর্গাপুরের ছড়াকারের কাব্য গ্রন্ধ প্রকাশ
RELATED ARTICLES