Sunday, April 20, 2025
Google search engine
Homeখেলাপুরুলিয়ায় খেলার মাঠে বাজ পড়ে প্রাণ গেল ক্রিকেটারের

পুরুলিয়ায় খেলার মাঠে বাজ পড়ে প্রাণ গেল ক্রিকেটারের

সাথী প্রামানিক,পুরুলিয়া,২৩ মার্চ:  খেলার মাঠে বজ্রপাতে মৃত্যু হল এক উদীয়মান ক্রিকেটারের। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুড়া থানার বিশপুরিয়া হাই স্কুল ময়দানে। উল্লেখ্য,এই নিয়ে গত চারদিনে বজ্রপাতে জেলায় চারজনের মৃত্যু হয়েছে। হুড়া থানার বিষপুরীয়ায়। সেখানে একটি মাঠে বেশ কিছু যুবক ক্রিকেট খেলছিল। হঠাৎই বাজ পড়ে। খেলার মাঠেই লুটিয়ে পড়ে মিলন পতি নামে চব্বিশ বছরের এক যুবক। তাঁকে প্রথমে হুড়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে গ্রামে। গত শুক্রবার এই ঝড়বৃষ্টিতে বরাবাজার ও পাড়ায় বজ্রপাতে মৃত্যু হয় ২ জনের। বরাবাজারের বাজরা গ্রামে একটি নির্মীয়মান বাড়িতে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রি, শ্রমিক ও ওই পরিবারের আত্মীয়-সহ মোট ৪ জন জখম হন। সঙ্গে সঙ্গে তাঁদেরকে ওই বাজরা গ্রাম লাগোয়া চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাজমিস্ত্রি আনন্দ মাঝিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জখম ওই পরিবারের আত্মীয়র অবস্থা গুরুতর। তাঁকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই দিনই একটি স্কুলে বাজ পড়ে। বজ্রাঘাত থেকে  অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা। রঘুনাথপুর তিন নম্বর চক্রের গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে বাজ পড়ে । ঘটনায় ওই বিদ্যালয়ের একজন শিক্ষকের ডান হাত বাজের ঝলকানিতে ঝলসে যায়। ঐ শিক্ষকের নাম শেখর মাজি। শেখর বাবু জানান বিদ্যালয়ের দরজা বন্ধ করার সময় বাজটি পড়ে। তিনি বলেন আমার হাতে লাগলো কিছুক্ষণের জন্য অসুবিধা হয় পরে চিকিৎসা করিয়ে এখন সুস্থ রয়েছি। তবে বিদ্যালয়ের বিদ্যুতের ওয়ারিং গুলি সব নষ্ট হয়ে যায়। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্বে থাকা মিলন দে বলেন আমি যদিও আজ ছুটিতে ছিলাম শিক্ষকদের কাছে জানতে পারি বিদ্যালয়ের এমন ঘটনা। তবে ছাত্র-ছাত্রীদের কোন রূপ কিছু হয়নি। এমন ঘটনায় বিদ্যালয় বড় বিপদের হাত থেকে রক্ষা পেল বলে জানান এলাকার মানুষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments