দুর্গাপুর,২৩ মার্চঃ রবিবার দুর্গাপুরে ম্যারথন দৌড়ের আয়োজন করেছিল দুর্গাপুর ইস্পাত কারখানার ‘হিন্দুস্থান স্টীল এমপ্লইজ ইউনিয়ন’। এই প্রতিযোগিতায় মোট ১৪৭ জন অংশগ্রহন করেন। তারমধ্যে ৫২ জন ছিলেন মহিলা। ছেলেদের জন্য ১০ কিমি এবং মেয়েদের জন্য ৫ কিমি দৌড় ছিল। ভগত সিং,রাজগুরু এবং সুখদেবের শহীদ দিবস উপলক্ষে এই ‘ঐক্যের জন্য দৌড়’ এর আয়োজন করা হয়েছিল। দৌড়ের সূচনা হয় দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করা বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। প্রতিযোগিতার সূচনা করেন দেশের হয়ে অলিম্পিকে শুটিং ইভেন্টে অংশগ্রহণ করে অর্জুন পুরস্কার প্রাপ্ত ভোগীরথ সামুই। এছাড়াও ছিলেন তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের অন্যতম মুখ ডক্টর সুবর্ণ গোস্বামী। উদ্যোক্তাদের পক্ষে ইউনিয়নের সভাপতি বিশ্বরূপ বন্দোপাধ্যায় বলেন, “দেশ এবং রাজ্যে বিভাজনের রাজনীতি স্পষ্ট হয়ে উঠছে, যার ফলে ঐক্য বিনষ্ট হচ্ছে। অবিলম্বে আমাদের রাজপথে নেমে দেশের সম্প্রীতি রক্ষার দায়িত্ব নিতে হবে। এই ধরণের কর্মসূচি বেশি করে আয়োজন করা অত্যন্ত জরুরি,যাতে বহু মানুষের জাতি-ধর্ম নির্বিশেষে ঐক্যের মিলনমেলায় সামিল হওয়া সম্ভব হয়”। অন্যদের মধ্যে ছিলেন জেলা সিপিএমের সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি,প্রাক্তন মেয়র রর্থীন রায় এবং একাধিক বিশিষ্ট ক্রীড়াবিদ ও অতিথি।
ভগত সিং,রাজগুরু এবং সুখদেবের শহীদ দিবস উপলক্ষে ‘ঐক্যের জন্য দৌড়’
RELATED ARTICLES