Saturday, April 19, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিভিন্ন দাবিতে ডিএসপিতে একই দিনে দু’দফায় বিক্ষোভ ইনটাকের

বিভিন্ন দাবিতে ডিএসপিতে একই দিনে দু’দফায় বিক্ষোভ ইনটাকের

দুর্গাপুর,২৬ মার্চঃ  বুধবার একই দিনে ডিএসপিতে একাধিক দাবিতে দু’দফায় বিক্ষোভ দেখালো সেইল অধীনস্ত দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস ইউনিয়ন। এদিন প্রথম দফায় এনজেসিএস-এর বকেয়াগুলি মিটিয়ে দেওয়া, ৩৯ মাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়া, কারখানার বিভিন্ন বিভাগে শূন্য পদে অবিলম্বে কর্মী নিয়োগ সহ মোট ১০ দফা দাবিতে ডিএসপির সিজিএম (আরএমএইচপি) মিলন চ্যাটার্জীর কার্যালয়ের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখান ইনটাক নেতাকর্মীরা। বেশ কিছুক্ষন বিক্ষোভ প্রদর্শনের পর কর্তৃপক্ষের কাছে ১০ দফা দাবির সমর্থনে একটি স্মারকলিপি জমা দেন তারা। এরপর বিকেলে দ্বিতীয় দফায় হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস ইউনিয়নের  সাধারন সম্পাদক রজত দিক্ষিতের নেতৃত্বে ডিএসপির প্রশাসনিক ভবনে ইডি (এইচ আর) সুস্মিতা রায়ের কাছে মোট ১৬ দফা দাবির সমর্থনে একটি ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলি যুক্তিসঙ্গত জানিয়ে যাতে সেগুলির দ্রুত সমাধান করা যায় তার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন ইডি (এইচ আর) সুস্মিতা রায়। এই ডেপুটেশনে ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার,সহ সভাপতি রানা সরকার প্রমূখ। সংগঠনের সাধারন সম্পাদক রজত দিক্ষিত অভিযোগ করে বলেছেন,  “বহুবার দাবি জানানো সত্বেও এনজেসিএস-এর বকেয়াগুলি মেটানো হচ্ছে না। সেই সঙ্গে ৩৯ মাসের বকেয়া এরিয়ারও মিটিয়ে দেওয়া হচ্ছে না। দীর্ঘকাল ধরে কারখানার বিভিন্ন বিভাগে যে শূন্য পদগুলি রয়েছে,সেই পদগুলি পূরণের ক্ষেত্রেও কর্তৃপক্ষ টালবাহানা করে চলেছে। এই সব বিষয়গুলির দ্রুত সমাধানের দাবি আগেও অনেকবার আমরা ডিএসপি কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্ত,কোনো লাভ হয়নি। তাই পুনরায় এই দাবিগুলি পূরণের জন্য আমাদের আবারও ডেপুটেশন দিতে হল আজ”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments