দুর্গাপুর,২ এপ্রিলঃ ১৬ দফা দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির গণ কনভেনশ হল বুধবার। মোট ১৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল – এনজেসিএস’র মৌ চুক্তির হওয়া বকেয়া গুলি মিটিয়ে দেওয়া,৩৯ মাসের বকেয়া এরিয়ার দেওয়া, ডিএসপি-র শূন্য পদগুলিতে অবিলম্বে কর্মী নিয়োগ। দুর্গাপুর ইস্পাত কারখানার সিজিএম (কোক ওভেন) কার্যালয়ের সামনে আইএনটিইউসি অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’ এর পক্ষ থেকে এই গণ কনভেনশনের ডাক দেওয়া হয়। কনভেনশনে সংগঠনের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত বলেন, “দীর্ঘ দিন ধরেই আমরা ডিএসপি কর্মীদের ন্যায্য দাবিগুলি নিয়ে সেইল কর্তৃপক্ষের কাছে আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। আমরা বাধ্য হয়ে আবারও কর্মীদের ১৬ দফা দাবী নিয়ে রাস্তায় নেমেছি”। সেইসঙ্গে রজতবাবু, ডিএসপি আধুনিকীকরণে ও সম্প্রসারণের কাজে স্থানীয় বেকার যুবক ও যুবতীদের অগ্রাধিকারের জোরালো দাবি রাখেন। ১৬ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি সংগঠনের এক প্রতিনিধি দল সিজিএম ( সিওসিসি) ভাস্কর প্রসাদ এর হাতে তুলে দেন। তিনি প্রতিনিধি দলকে জানান,দাবি গুলি যুক্তি সঙ্গত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি এই দাবিপত্র পাঠিয়ে দেবেন। কনভেনশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রাণা সরকার,যুগ্ম সম্পাদক রবীন গাঙ্গুলী,কৌশিক ব্যানার্জী,শুভঙ্কর বোস,উৎপল দে প্রমূখ।
১৬ দফা দাবিতে ডিএসপিতে আইএনটিইউসির গণ কনভেনশন
RELATED ARTICLES