Saturday, April 19, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গ‘রায় মানতে পারছি না’,৭ এপ্রিল চাকরীহারাদের সঙ্গে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী

‘রায় মানতে পারছি না’,৭ এপ্রিল চাকরীহারাদের সঙ্গে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী

কলকাতা,৩ এপ্রিলঃ সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর নিজের প্রতিক্রিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিচারের রায় পুরোটাই পড়েছেন তিনি। কোনও বিচারপতির বিরুদ্ধে তার অভিযোগ নেই। বিচারকের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলেছেন, এই রায় তিনি মানতে পারছেন না। উল্লেখ্য,কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রেখেই ২০১৬ সালে এসএসসি-র নিয়োগে পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট।  তিনি আদালতের রায় পড়ে শোনান সাংবাদিক বৈঠকে। ৪৬ পরিচ্ছদ পড়ে বলেন,যাঁরা ইতিমধ্যে চাকরি পেয়েছেন,তাঁদের টাকা ফেরত দেওয়ার কথা জিজ্ঞাসা করা হবে না। রায়ের আরও একাধিক অংশ পড়ে শোনান তিনি, বোঝান,বিভ্রান্তি নয়,আদতে আদালত কী বলছে এই রায়ে। সাফ জানান,আদালতের রায় মেনে,নিয়ম মেনে সময়ের মধ্যে নিয়োগ করবে রাজ্য সরকার। জানান, ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। এসএসসি স্বশাসিত সংস্থা, রাজ্য সরকার এসএসসিকে নিজেদের ভাবনা জানাবে। মমতা বলেন, ‘আমরা চাই তাড়াতাড়ি হয়ে যাক। ‘রাজনৈতিক আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলাকে আর কত টার্গেট করা হবে?’। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুকান্ত মজুমদার-সহ বাম বিজেপি নেতাদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘মামলা করার আগে ভাবেননি কারা যোগ্য কারা অযোগ্য? সবসময় কেন টার্গেট করা হবে বাংলাকে? কী দোষ তাঁদের?’ রাজ্যে শিক্ষায় শূন্যপদ থাকার পরেও বিষয়টি মামলাধীন থাকার কারণে সরকার কিছু করতে পারেনি,তাও বলেন মমতা। তার প্রশ্ন- বিচারকের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায়,শাস্তি শুধু যদি বদলি হয়, তাহলে ২৫ হাজার শিক্ষকদের বদলি নয় কেন? তিনি জানিয়েছেন, ‘ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন’-এর অনুরোধে সাড়া দিয়ে ৭ এপ্রিল নেতাজী ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে আলোচনায় বসবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments