সংবাদদাতা,দুর্গাপুরঃ বিগত বছরগুলির মতো এবারেও দুর্গাপুর ‘ল’ ক্লার্ক এসোসিয়েশনের উদ্যোগে গ্রীষ্মকালীন সময়ে রক্তের ভান্ডার পূর্ণ রাখার লক্ষ্যে আয়োজিত হল বার্ষিক রক্তদান শিবির। বৃহস্পতিবার দুর্গাপুর কোর্ট প্রাঙ্গনে ভ্রাম্যমাণ রক্তযান শিবিরে ১৩ জন আইনজীবী ও ২২ জন ল’ ক্লার্ক সহ মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা জজ শ্রী প্রশান্ত চৌধুরী শিবিবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারক ও বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার ইন্ডাস্ট্রিয়াল ট্রাইবুনাল সার্কিট বেঞ্চের বিচারক শ্রী আনন্দ গোপাল মুখার্জি,দুর্গাপুর বার এসোসিয়েশন সম্পাদক আইনজীবী অনুপম মুখার্জি,পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি আইনজীবী আয়ুব অনসারী সহ দুর্গাপুর আদালতের অন্যান্য আইনজীবীরা। শিবির শেষে আয়োজক সংগঠন দুর্গাপুর ল ক্লার্ক এসোসিয়েশনের পক্ষে সদস্যদের হাতে ওয়েস্ট বেঙ্গল ভলানটারী ব্লাড ডোনার্স সোসাইটির শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। দুর্গাপুর ল’ ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি শ্যামল গোস্বামী এবং সম্পাদক দুর্গা শঙ্কর রায় সকল রক্তদাতা,অতিথি বৃন্দ ও মেডিকেল টিম সহ অন্যান্যদের অভিনন্দন জানিয়েছেন।
দুর্গাপুর আদালতের আইনজীবী ও ল’ক্লার্কদের রক্তদান
RELATED ARTICLES