দুর্গাপুর,১৪ এপ্রিলঃ এদিন সারা দেশেই যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় আমাদের দেশের সংবিধান প্রণেতা ড.বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ১৩৪ তম জন্ম দিবস। বিভিন্ন ক্লাব ও সংগঠন নানা কর্মসূচীতে দিনটি পালন করে। দুর্গাপুরেও এদিন দুর্গাপুর ইস্পাত নগরীর নেতাজী ভবনে এক বিশেষ অনুষ্ঠানে ড.আম্বেদকরকে শ্রদ্ধা জানানো হয়। এদিন ইস্পাতনগরীর এজোনের হর্ষবর্ধন রোটারিতে ভারত রত্ন ডা. বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্ম দিবস উদযাপন করল ‘ডিএসপি এসসি এ্যান্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন’। সংগঠনের সভাপতি গৌরাঙ্গ মন্ডল জানান, এদিন সকালে ডা. আম্বেদকরের মূর্তিতে বিশিষ্ট ব্যক্তিরা মাল্য দান করেন। এই উপলক্ষ্যে শহরের রাস্তায় বের করা বর্ণাঢ্য বাইক মিছিল। ইস্পাত নগরীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বাইক মিছিল শেষ হয় নেতাজী ভবনে। সেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। সাংস্কৃতিক কর্মসূচীর মধ্যে ছিল আদিবাসী শিল্পীদের সাঁওতালি নৃত্য। এছাড়াও অঙ্কন প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রী অংশ নেয়। এই অনুষ্ঠানে দুঃস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারাখানার ইডি (এইচ আর) সুস্মিতা রায়, ইডি ( প্রজেক্ট) পি মুরুগাসন, রাজ্য আইএনটিইউসি’র সিনিয়র সেক্রেটারি রজত দীক্ষিত,সমাজসেবী বরুণ চ্যাটার্জী,শুভঙ্কর বোস সহ অন্যান্য অতিথিবৃন্দ।
দুর্গাপুরেও পালিত আম্বেদকর জয়ন্তী
RELATED ARTICLES