Sunday, April 20, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গশিশুর হাড়,মাথার খুলি উদ্ধারে কুমারডিহির জমজ বোনের নিখোঁজ রহস্য যোগ?

শিশুর হাড়,মাথার খুলি উদ্ধারে কুমারডিহির জমজ বোনের নিখোঁজ রহস্য যোগ?

সংবাদদাতা,পাণ্ডবেশ্বর: ২০২৪ সালের ১ ডিসেম্বর কুমারডিহি স্টেডিয়াম এলাকায় খেলা করাকালীন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় স্থানীয় বাসিন্দা বাউড়ি পরিবারের দুই জমজ নাবালিকা স্নেহা ও স্নিদ্ধা। কিন্তু বিগত প্রায় চার মাস ধরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় নি। পুলিশের কাছে লিখিত অভিযোগ করে হয়েছিল কিন্তু পুলিশও তাদের কোনো সন্ধান করে উঠতে পারে নি।
এমন কি নিখোঁজ বোনেদের সন্ধান পেতে এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে ছিল পুলিশ। তবু তাদের কোন খোঁজ মেলেনি। শনিবার কুমারডিহি এলাকায় পার্ক ও পার্ক সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে শিশুর মাথার খুলি, হাড়, চুল, কাপড়ের টুকরো। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাহলে কি উদ্ধার হওয়া হাড়, খুলি নিখোঁজ হয়ে যাওয়া দুই যমজ বোনের? স্থানীয় বাসিন্দারা কিন্তু এরকমই সন্দেহ করছেন। কারণ, কুমারডিহির “ডিহি” পার্কের পেছনে খোলা মাঠ থেকে উদ্ধার হয় কিছু হাড়ের টুকরো, মাথার খুলির অংশ। এগুলি কোন অল্পবয়সী শিশুর শরীরের অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরেই “ডিহি” পার্কের ভেতর ও বাইরে তল্লাশি শুরু করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনাস্থলের চারপাশ ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী। সন্ধে পর্যন্ত চলে তল্লাশি অভিযান। খুলি, হাড়, চুল, কাপড়ের টুকরো উদ্ধার হওয়ার পর এবার কি এলাকার দুই যমজ বোনের নিখোঁজ রহস্যের জট খুলবে? এলাকা জুড়ে এই প্রশ্নই উঠছে। পুলিশের পক্ষ থেকে এদিনের উদ্ধার ঘটনা সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা গেছে উদ্ধার হওয়া জামার টুকরো, জুতোর সাথে শিশু দুটির জামা ও জুতোর মিল পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় তৈরি হয়েছিল চাপা ক্ষোভ। তারপরও কোনো খোঁজ মেলেনি যমজ বোনের। জানা গেছে রবিবার নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক দল আসতে পারে। উদ্ধার হওয়া দেহের অংশের ডিএনএ পরীক্ষার পরেই এগুলির সাথে নিখোঁজ দুই বোনের সম্পর্ক রয়েছে কিনা তা জানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments