সংবাদদাতা,দুর্গাপুর,২১ এপ্রিলঃ দুর্গাপুরে ন্যাশানাল ইস্টিটিউট অফ টেকনলজি (এনআইটি ) কলেজের মেকানিক্যাল ল্যাবেরটরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ঝলসে গিয়েছিলেন অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক (৬৬)। চিকিৎসার জন্য প্রাথমিকভাবে তাকে গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ইন্দ্রজিৎ বসাককে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লীর সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়ে ছিল। সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল পয়লা বৈশাখের সকালে কলেজের মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে মেকানিক্যাল ল্যাবেরটরিতে অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক থার্মিট ওয়েল্ডিংয়ের প্রশিক্ষন দিচ্ছিলেন। দুপুর প্রায় ১২ টা নাগাদ ল্যাবে ওয়েল্ড ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। মুহুর্তের মধ্যে ঝলসে যান মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। পাশে দাড়িয়ে প্রশিক্ষনের ভিডিওগ্রাফি করছিলেন আকাশ মাঝি নামে এক ছাত্র। তাঁর দুটি হাত ঝলসে যায়। পাশে দাঁড়িয়ে ছিলেন দুই ছাত্রী। বিস্ফোরণ হতেই তারা সরে যায়। ফলে তাদের কোনও ক্ষতি হয় নি। তৎক্ষনাৎ কলেজের অ্যাম্বুলেন্সে করে ইন্দ্রজিৎ বাবু ও আকাশকে স্থানীয় গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। আকাশের অবস্থা গুরুতর না হলেও ইন্দ্রজিৎ বসাকের শরীরের সামনের অংশে প্রায় ৮০ শতাংশের বেশি গিয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। ইন্দ্রজিৎ বসাকের মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রী মহলে। এনআইটির ডিরেক্টর অরবিন্দ চৌবে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলেজের অধ্যাপক তথা জন সংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রীকৃষ্ণা রাই বলেছেন, ‘ ইন্দ্রজিৎ স্যার একসময় এনআইটির ডিরেক্টরের পদে ছিলেন। ল্যাবের কাজে অত্যন্ত দক্ষ ছিলেন তিনি।’
এনআইটির ল্যাবেরটরিতে বিস্ফোরণে আহত অধ্যাপকের মৃত্যু
RELATED ARTICLES