সংবাদদাতা,দুর্গাপুর,২০ মেঃ একটি লোহার রডের সাহায্যে মিনিট পাঁচেকের মধ্যে ফাঁকা বাড়ির তালা ভাঙতে সিদ্ধহস্ত এক দাগি চোরকে অবশেষে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার পুলিশ। ধৃতের নাম বাদশা খান। কোক ওভেন থানার অন্তর্গত ক্ষুদিরাম কলোনির একটি ভাড়া বাড়িতে সে থাকে। তার বিরুদ্ধে বাইক চুরির অভিযোগও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,চলতি মাসের ১৬ তারিখে রেল কলোনির একটি ফাঁকা বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রেলকর্মী অনিল কুমার কদিন আগে বিহারের সাসারামে তার দেশের বাড়ি গিয়েছিলেন। ১৬ মে ভোরের দিকে বাড়ি ফিরে তিনি দেখেন তার ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন আলমারী ভাঙা এবং সেখানে থাকা লক্ষাধিক টাকার সোনা ও রুপোর কিছু গহনা ও নগদ কিছু টাকা নেই। তিনি কোক ওভেন থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং এলাকায় নজরদারী শুরু করে। চুরির ঘটনার দিনই রাতের দিকে দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকায় পুলিশি টহলদারির সময় এক যুবককে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিঙ্গাসাবাদ করলে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন ধৃতকে তিনদিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর কোর্টে তোলা হয়। বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করার পরই বাদশা খানকে জিঙ্গাসাবাদ করে পুলিশ জানতে পারে রেল কলোনির ওই ফাঁকা বাড়িতে সেই চুরি করেছে। চুরির মালপত্রের খোঁজ করতে পুলিশ ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায়। বাড়ির সামনে রাখা একটি বাইকের ডিকিতে চুরির মালপত্র আছে বলে সে পুলিশকে জানায়। পুলিশ চুরি যাওয়া সোনারুপোর গহনা ও কিছু নগদ টাকা উদ্ধার করেছে। জানা গেছে,একটি লোহার রড সে সবসময় বাইকের সঙ্গে বেঁধে রাখত। সেই রড দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই যে কোন বন্ধ বাড়ির তালা ভেঙে ফেলতে সে সিদ্ধহস্ত। পুলিশ আরও জানতে পেরেছে সে বাইকচুরির ঘটনার সঙ্গেও যুক্ত। জানা গেছে, বাদশা খান নামে ওই দুষ্কৃতি আগেও একাধিক বাইক চুরির ঘটনায় রানীগঞ্জ পুলিশের হাতে ধরা পড়েছিল। বিহারেও একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপরাধমূলক কাজ করার জন্য সে কোনো স্থায়ী এলাকায় থাকে না। দীর্ঘদিন রানীগঞ্জ এলাকার পর বর্তমানে সে দুর্গাপুরের ক্ষুদিরাম কলোনিতে একটি ভাড়া বাড়িতে থাকত এবং এখান থেকেই সে অপরাধমূলক কাজকর্ম চালাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। সে আর কি কি অপরাধের সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে আরও কেউ আছে কিনা,তাকে জেরা করে সেসব জানার চেষ্টা করছে পুলিশ।
এক দাগী চোরকে অবশেষে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ
RELATED ARTICLES