Saturday, August 30, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গগোরুকান্ডে পুলিশের জালে বিজেপি নেতা পারিজাত

গোরুকান্ডে পুলিশের জালে বিজেপি নেতা পারিজাত

দুর্গাপুর,১১ আগস্টঃ ঘটনার ১১ দিনের মাথায় দুর্গাপুরের গোরুকান্ডে মূল অভিযুক্ত বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গরু পাচারের অভিযোগে জেমুয়া গ্রামের কিছু নিরীহ চাষিদের চরম হেনস্থা,মারধর, তাঁদের কান ধরে উঠবস করানো,গরুগুলি রাস্তায় ছেড়ে দেওয়া,টাকা কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে। যার নেতৃত্বে ছিল পারিজাত। গত ৩১ জুলাই ডিপিএল কলোনির গ্যামন ব্রিজ এলাকায় ঘটে যাওয়া সেই ঘটনার পরই দুর্গাপুরে ব্যাপক প্রতিবাদ শুরু হয় এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয় তৃণমূল জেলা সভাপতি নরেন চক্রবর্তী সহ বিভিন্ন দলের নেতারা। দুর্গাপুরের বুকে নজিরবিহীন এই ধরনের ঘটনার তীব্র নিন্দা দেখা যায় সমাজমাধ্যমেও। দোষীদের গ্রেফতারের ক্ষেত্রে সক্রিয় হয়ে ওঠে কোক ওভেন থানার পুলিশ। এক এক করে মোট ৯ জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও মূল অভিযুক্ত বিজেপি যুব নেতা পারিজাত গাঙ্গুলি এতোদিন ছিল অধরা। পুলিশ তার সন্ধানে বিভিন্ন জায়গায় ব্যাপক তল্লাশি চালাতে থাকে। অবশেষে রবিবার ঝাড়খন্ডের ধানবাদ থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে দুর্গাপুর আদালতে পেশ করা হলে তার জামিন নাকচ হয়। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোরুইয়ের দাবি,পারিজাত কে পুলিশ গ্রেফতার করেনি,সে আত্মসমর্পণ করেছে।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments