সংবাদদাতা,দুর্গাপুরঃ রোগীদের মধ্যে ফল মিস্টি বিতরন,বৃক্ষ রোপন,বস্ত্র দান,চক্ষুদানের মতো একাধিক সামাজিক কর্মসূচীর মাধ্যমে দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করলো সেইলের অধীন দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’। সকালে গুরুনানক রোডে সংগঠনের কার্যালয়ে ‘আনন্দ লাবণ্য’ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত। জাতীয় সংগীত পরিবেশন করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রজত দীক্ষিত এক সংক্ষিপ্ত বক্তৃতায় দেশের স্বাধীনতা আন্দোলনে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন। স্বাধীনতা সংগ্রামী ও বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার। এরপর দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে সংগঠনের কার্য্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রজত দীক্ষিত। এরপর ডিএসপি মেইন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনের কার্য্যালয়ে সবুজায়ন ও পরিবেশ দূষণের হাত থেকে দুর্গাপুরকে রক্ষার লক্ষ্যে ৭০টি বৃক্ষ রোপণ করা হয়। সারাদিনের কর্মসূচীর মধ্যে অন্যতম ছিল মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার কর্মসূচি। এখানে প্রায় পঞ্চাশ জন মরনোত্তর চক্ষুদানের অঙ্গীকার বদ্ধ হন। পরে প্রায় আশি জন সমাজের প্রান্তিক ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। এদিন সন্ধ্যা বেলায় নতুন সদস্য পদ গ্রহণ ও নবীকরনের মধ্যে দিয়ে আগামী দিনের পথ চলার শপথ নেওয়া হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক অসীম মোশন,যুব আই এনটিইউসি নেতা কৌশিক ব্যানার্জী প্রমূখ। সংগঠনের সাধারন সম্পাদক রজত দীক্ষিত কর্মসূচীগুলি সফল করার জন্য সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
সারাদিনব্যাপী একাধিক কর্মসূচীর মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন ‘আইএনটিইউসি’র
RELATED ARTICLES