সংবাদদাতা,দুর্গাপুরঃ এবছর ছিল দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনটিতে সারা দেশেই নানা ধরনের কর্মসূচী পালন করা হয়। বিভিন্ন ক্লাব,প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী নানা সংস্থা স্বাধীনতা দিবস নিজেদের মতো করেই পালন করে। এই দিনটি প্রকৃতপক্ষেই সর্বত্র এক উৎসবের পরিবেশ তৈরী করে। কোথাও দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও কোনো সামাজিক কর্মসূচী। আবার অনেক ক্লাবে দেখা যায় এই দিনে তারা খোলাধূলার অনুষ্ঠান আয়োজন করে। যেরকম দেখা গেল দুর্গাপুরে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই শহরের নানা প্রান্তেই একাধিক খেলার প্রতিযোগিতার আয়োজন ছিল। শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের ফুটবল আকাদেমীতে পাঁচ বছর থেকে পনেরো বছর বয়সী ক্ষুদেদের নিয়ে নিয়মিত চলে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। এই শিশু ফুটবল শিক্ষার্থীদের নিয়েই স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মোট নটি দলে ভাগ করে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।প্রতিযোগিতায় সফল দলগুলির সঙ্গেই অংশগ্রহনকারী সব ক্ষুদে ফুটবলারদেরও পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতাটি ঘিরে অংশ গ্রহনকারী শিক্ষার্থী ফুটবলারদের অভিভাবকদের মধ্যেও দেখা যায় প্রবল উৎসাহ ও উদ্দীপনা।
একাদেমির ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা
RELATED ARTICLES