দুর্গাপুর,২০ আগস্টঃ দুর্গাপুরের কমলপুরের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় কর্মরত অবস্থায় গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেল থেকে গলন্ত স্ল্যাগ ছিটকে ঝলসে গিয়ে একাধিক শ্রমিক গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে নবীন কুমার (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ছয় শ্রমিক চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের কমলপুর সংলগ্ন ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। জানা গেছে, মৃত ঠিকা শ্রমিক নবীন কুমার বিহারের নাবাডা জেলার বাসিন্দা। ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সহকর্মীরা সহ মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতের শিফটে।
দুর্গাপুরের বেসরকারী কারখানায় ঝলসে মৃত্যু শ্রমিকের
RELATED ARTICLES