সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে সাইবার ক্রাইমের এক মাস্টারমাইন্ড খগেন দাঁ কে অবশেষে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। তার সঙ্গেই ধরা পড়েছে কুখ্যাত জামতারা গ্যাং এর মোট ৮ সদস্য। বুধবার দুর্গাপুর থানায় এক সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন, বর্তমানে সাইবার অপরাধ এক বড় ধরনের সমস্যা। কোনো না কোনোভাবে আমরা অজানা নম্বর থেকে ফোন পাই এবং বিভিন্ন লিঙ্ক দেওয়া হয়। ভুল করে সেই ফাঁদে পরলেই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। বিভিন্ন ভাবে মানুষকে সতর্ক করা হয়। তবু সাধারন মানুষকে ভুল বুঝিয়ে এই গ্যাঙের লোকেরা টাকা হাতিয়ে চলেছে। সেভাবেই দুর্গাপুরের প্রাক্তন এলআইসি কর্মী মৃণাল কান্তি তেওয়ারীকেও এই গ্যাঙ টার্গেট করেছিল। সাইবার প্রতারনা চক্রের মাস্টারমাইন্ড খগেন দাঁ নামে একজন তাকে ব্যাঙ্কের থেকে কেওয়াইসি আপডেট করার জন্য ফোন করেন এবং বলেন ওই দিনই এটা করতে হবে। না হলে তাকে ব্যাঙ্কে আসতে হবে এবং অনেকগুলো টাকা জরিমানা দিতে হবে। এভাবেই তাকে ফাঁদে ফেলা হয়। অবশেষে পর পর আসা ওটিপি শেয়ার করে দেন ৫৪ ফুট এলাকার আনন্দপুর কো অপারেটিভের বাসিন্দা অবসরপ্রাপ্ত এলআইসি কর্মী মৃনালকান্তি তেওয়ারী। তারপরই দেখা যায় তার ক্রেডিট কার্ড ও ব্যাঙ্কের একাউন্ট থেকে ৪ লক্ষ টাকা উধাও হয়ে গেছে। অবশেষে মৃণালবাবু গত ১ জুলাই দুর্গাপুর সাইবার থানায় অভিযোগ জানিয়েছিলেন। ঘটনার তদন্তে নেমে দক্ষতার সঙ্গেই পুলিশ ওই প্রতারকচক্রের দুই মূল পান্ডা খগেন দাঁ ও মিঠুন দাঁ সহ মোট ৮ জনকে গ্রেফতার করে। পুলিশের এই তৎপরতায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৃণালকান্তি তেওয়ারী। বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়।
কুখ্যাত সাইবার অপরাধী সহ দুর্গাপুরে গ্রেফতার জামতারা গ্যাংয়ের ৮ দুষ্কৃতি
RELATED ARTICLES