সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর রেল স্টেশনের কাছের বাস স্ট্যান্ড সংলগ্ন কালী মন্দিরের দেওয়া একটি ঘর নিয়ে গড়ে উঠেছে ‘জীবন মানে সহযোগিতা’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য নিয়মিত নানা রকম স্বেচ্ছামূলক কাজ করে চলেছে। দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড, রায়ডাঙ্গা সহ আশেপাশের বস্তি এলাকার বাসিন্দা ও সমাজের পিছিয়ে থাকা ছেলেমেয়েদের নিয়ে এই সংস্থাটি কাজ করে চলেছে। সংস্থাটির পরিচালক মন্ডলীতে আছেন শান্তনু সরকার, স্বাগতা সরকার, সমৃদ্ধা সরকার সহ ওই পরিবারের সকল সদস্যরা এবং ওদের সহযোগিতা করেন বেশ কয়েকজন সমাজসেবী মহিলা ও পুরুষ। এই সংস্থাটি পরিচালনা করছে দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া শিশু ও কিশোরীদের নিয়ে একটি সম্পূর্ণ অবৈতনিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান তিতীর্ষা শিক্ষা নিকেতন। এখানকার ছাত্রী সংখ্যা এখন ঊনিশ, এরা দ্বিতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণির ছাত্রী। স্কুলের পরে এরা এখানে এসে পড়াশুনা ছাড়াও আবৃত্তি অংকন,গান ও কম্পিউটার প্রশিক্ষণ নেয়। বিশ্বভারতীর ছাত্রী সমৃদ্ধা সরকার ও সৃজিতা ব্যানার্জি, সুদীপ্ত রায়, মহিমা শীট, নীলকান্ত বিশ্বাস সহ আরো কয়েকজন স্বেচ্ছায় এদের বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেন। এই সংস্থার পক্ষ থেকে শুভ মহালয়ার সকালে ১৯ জন ছাত্রীর হাতে পুজোর জামাকাপড় কাপড় তুলে দেওয়া হয়। এছাড়াও দুর্গাপুর স্টেশনের এলাকার দশ জন রিক্সাওয়ালাকে এক মাসের রেশন সামগ্রী হিসেবে চাল ডাল আটা সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সংস্থাটির ছাত্রীদের এবং এলাকার রিক্সাওয়ালাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন বিশিষ্ট সাহিত্যসেবী অনিরুদ্ধ রায় চৌধুরী ও প্রণয় রায়। শ্রী রায়চৌধুরী এই প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করে বলেন,তিনি এই সংস্থাটির বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকতে পেরে গর্বিত। সংগঠনের অন্যতম পরিচালক ও গৃহবধূ স্বাগতা সরকার বলেন,এই সংস্থাটির উন্নতিই হল তার ধ্যান জ্ঞান।

