সংবাদদাতা,দুর্গাপুরঃ ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গাপুর উৎসব। বিগত দুবছরের মতো এবছরও ইস্পাতনগরীর চিত্রালয় মেলা ময়দানে এই উৎসব আয়োজন করা হচ্ছে। ১০ দিনের এই উৎসব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবছরও এই উৎসবের মঞ্চ মাতাতে আসছেন একাধিক তারকা শিল্পী। বিশিষ্ট সমাজসেবী ও বলিউডের গায়িকা পলক মুচ্ছল এবারের দুর্গাপুর উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। তাঁর অনুষ্ঠান রয়েছে ৮ ডিসেম্বর। এছাড়াও উৎসবের শেষ দিন ১৫ ডিসেম্বর আসছেন বলিউডের আরও এক তারকা সঙ্গীত শিল্পী জাভেদ আলি। ৫ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চে উপস্থিত থাকবেন বাংলার সুপারস্টার অভিনেতা জিৎ। তিনি তার মিউজিক্যাল ট্রুপ নিয়ে দুর্গাপুরে আসছেন। শুক্রবার এডিডিএ-র কমফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে এবছরের দুর্গাপুর উৎসবের শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা দুর্গাপুর উৎসব কমিটির চেয়ারম্যান নরেন্দ্রনাথ চক্রবর্তী,এডিডিএর চেয়ারম্যান ও উৎসব কমিটির সভাপতি কবি দত্ত,দুর্গাপুর উৎসবের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান তথা দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ উৎসব কমিটির অন্যান্য সদস্যরা। তারকা শিল্পীদের সঙ্গেই এবার রয়েছেন, ৬ ডিসেম্বর গায়ক দুর্নিবার সাহা, ৯ ডিসেম্বর সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য, ১০ ডিসেম্বর ক্যাকটাস, ১১ ডিসেম্বর সাহানা বক্সি,সৌমি ভট্টাচার্য ও কেশব দে, ১২ ডিসেম্বর নন্দী সিস্টার,১৩ ডিসেম্বর ইন্দ্রনীল সেন। উৎসব মঞ্চে নামীদের পাশাপাশি দুর্গাপুরের একাধিক শিল্পীও বিভিন্ন দিনে পারফরমেন্স করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এবার দুর্গাপুর উৎসবে আসছেন জিৎ,পলক মুচ্ছাল,জাভেদ আলি
RELATED ARTICLES



