Sunday, November 23, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গএডিডিএ-তে এবার পূর্ণ সময়ের জন্য নতুন সিইও

এডিডিএ-তে এবার পূর্ণ সময়ের জন্য নতুন সিইও

সংবাদদাতা,দুর্গাপুরঃ চলতি বছরের জুলাই মাসেই আসানসোল পৌর কর্পোরেশনের নতুন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছিল পশ্চিমবঙ্গ ক্যাডারের ২০১৪ ব্যাচের আইএএস অফিসার অদিতি চৌধুরীকে। একই সঙ্গে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা তথা এডিডিএর সিইও হিসেবেও তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। মাত্র চার মাসের মধ্যেই ফের একবার পরিবর্তন করা হল এডিডিএতে। এবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তথা এডিডিএর নতুন সিইও পদে এলেন ২০২০ ব্যাচের আইএএস অফিসার একম জে সিং। তাঁকে এই দায়িত্ব দেওয়ার ফলে একদিকে যেমন এবার থেকে পূর্ণ সময়ের জন্য আসানসোল পুর নিগমের কমিশনারের দায়িত্ব সামলাবেন অদিতি চৌধুরী তেমনই অন্যদিকে এডিডিএ-তেও এবার পূর্ণ সময়ের একজন সিইও কাজ করবেন।  জানা গেছে, একম জে সিং আইআইটি কানপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তিনি তামিলনাড়ু ক্যাডার হলেও বাংলাতেই কর্মরত। এডিডিএর সিইও হওয়ার আগে তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুরের মহকুমা শাসক ছিলেন এবং মালদহের অতিরিক্ত জেলা শাসকের দায়িত্বও পালন করেছেন। এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত নতুন সিইও-কে স্বাগত জানিয়ে বলেছেন, এবার পূর্ণ সময়ের একজন সিইও আসায় এডিডিএ-র কাজে সুবিধা হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, তরুণ এই আধিকারিকের উদ্যম ও দৃঢ় সংকল্প আসানসোল-দুর্গাপুরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। অন্যদিকে, এডিডিএ-এর সিইও পদের দায়িত্ব গ্রহণের পর একম জে সিং বলেছেন, আসানসোল-দুর্গাপুর শিল্প এলাকাকে আদর্শ একটি শিল্পকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।    

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments