সংবাদদাতা,দুর্গাপুরঃ প্রতি বছরের মতো এবছরও ৬ ডিসেম্বর ভারতীয় সংবিধানের রূপকার তথা জনক বাবা সাহেব ডাঃ ভীম রাও আম্বেদকরের ৬৯ তম মহাপরিনির্বান দিবস পালিত হল দেশজুড়ে। দুর্গাপুরেও বিভিন্ন সংগঠনের তরফে ভারতীয় সংবিধানের জনককে শ্রদ্ধা জানানো হয়। এদিন সিটি সেন্টারে পশ্চিম বিধানসভা আইএনটিইউসি’র উদ্যোগে দুর্গাপুর আদালত চত্বরে “সম্প্রীতি সৌধে” পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মৃতিচারণের মাধ্যমে বাবা সাহেব ডাঃ ভীম রাও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা, এ্যাডভোকেট আর্য্য ব্যানার্জী, এ্যাডভোকেট দেবযানী দাস, মহিলা ইনটাক সদস্য সুমা দাস দত্ত,দুর্গাপুর ইন্দিরা মেমোরিয়াল সোসাইটির সাধারণ সম্পাদক কপিলেন্দু রায়,কার্যকরী সম্পাদক পাঁচুগোপাল রায় ও গোরাচাঁদ আচার্য্য,ডিএমসি সাফাই কর্মচারী ইউনিয়নের সম্পাদক উজ্জ্বল রুইদাস, কোষাধ্যক্ষ পরিমল রুইদাস,এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের সহ সভাপতি স্বপন কুন্ডু,সম্পাদক অজয় বাগদি,দুর্গাপুর মহকুমা হসপিটাল ওয়ার্কার্স ইউনিয়নের সহ সম্পাদক সাহেব বাউড়ি(রাজা), অল বেঙ্গল কন্ট্রাকটর’স সিকিউরিটি গার্ড এন্ড ওয়ার্কার্স কংগ্রেসের সদস্য উত্তম ঘোষ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। বাবাসাহেব আম্বেদকরের জীবন ও তার কর্ম নিয়ে এখানে বক্তব্য রাখতে গিয়ে ইনটাক জেলা সভাপতি সুভাষ সাহা বলেন,বর্তমান উত্তাল পরিস্থিতিতে যেখানে দেশের সংবিধান বিপন্ন, শোষিত দলিত শ্রেণীর উপর অত্যাচার ক্রমবর্ধমান, সেখানে আমাদের একযোগে বাবা সাহেবের প্রণীত সংবিধানকে রক্ষা করতে একজোট হতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা আই এনটিইউসি সভাপতি এ্যাডভোকেট রবীন চ্যাটার্জী।
আম্বেদকরের ৬৯ তম মহাপরিনির্বাণ দিবস পালিত
RELATED ARTICLES



